ডায়োড(Diode) কি? ডায়োড কত প্রকার ও কি কি?

ডায়োড কি? ডায়োড কত প্রকার ও কি কি?

ডায়োড(Diode) কি? ডায়োড কত প্রকার ও কি কি? বহুল ব্যবহৃত একটি অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স কম্পনেন্ট যার দ্বারা ইলেকট্রিসিটি প্রবাহকে একমুখী করা হয়, এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এর নাম হচ্ছে ডায়োড (Diode)

ডায়োড(Diode) কি?

ডায়োড(Diode) কি?

আশা করছি, আজকের এই পোস্ট টি সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং যারা ডায়োড(Diode) সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের সাহায্য করবে। ডায়োড (Diode) নিয়ে যেসব তথ্য জানবো সেগুলো নিচে দেওয়া হলঃ

  1. ডায়োড(Diode) কি?
  2. ডায়োড(Diode) কে আবিস্কার করে?
  3. ডায়োড(Diode) সিম্বল
  4. বিভিন্ন ধরনের ডায়েট(Diode) পরিচিতি
  5. ডায়োড(Diode) এর ফরওয়ার্ড বায়াসিং কি?
  6. ডায়োড(Diode) এর রিভার্স বায়াসিং কি?
  7. ডায়োড(Diode) এর VI Characteristic Curves
  8. ডায়োড(Diode) এর ব্যবহার

ডায়োড(Diode) কি? ডায়োড কত প্রকার ও কি কি?

ডায়োড(Diode) কি?

"ডায়োড(Diode) হলো একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, একটি পি-টাইপ এবং একটি এন- টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল জোড়া লাগিয়ে ডায়োড(Diode) তৈরি করা হয়"। নিচের ছবিতে আপনারা  দেখতে পাচ্ছেন-

P type , N type, Diode

ছবিতে একটি পি-টাইপ(P) এবং একটি এন টাইপ(N) সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, পি-টাইপ(P) এ হোল এবং N-Type ফ্রী Electrons বিরাজমান। পি-টাইপ কে এনোড(Anode) এবং এন টাইপ কে ক্যথোড(Cathode) বলা হয়   

ডায়োড(Diode) সিম্বল/প্রতীক

একটি সাধারণ ডায়োড(Diode) এর সিম্বল/প্রতীক নিচের ছবির মত-

সিম্বল/প্রতীক

ডায়োড(Diode) এর সিম্বল/প্রতীক


বিভিন্ন ধরনের ডায়েট প্রতীক

ডায়োড(Diode) কে আবিস্কার করে?

ডায়োড(Diode) আবিষ্কারের ইতিহাস বেশ বড়সড়, তবে আপনাদের খুব সংক্ষেপে ডায়োড (Diode) আবিষ্কারের ইতিহাস জানাবো। 

১৮৭৩ সালে ফ্রেডিক গাথরি(Frederick Guthrie) প্রথম থার্মিয়োনিক ডায়োডের মূলনীতি করেন। 

অন্যদিকে, জার্মান পদার্থবিজ্ঞানী ফার্দিনান্দ ব্রাউন ১৮৭৪ সালে ক্রিস্টালের রেকটিফাই করার ধর্মকে আবিষ্কার করেন। ১৯০৬ সালে খনিজ ক্রিস্টাল গ্যালেনা (লেড সালফাইড) থেকে প্রথম অর্ধ পরিবাহী ডায়োড(Diode) তৈরি করা হয়

১৮৯৪ সালে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ক্রিস্টাল ডায়োড(Diode) ব্যবহার করে রেডিও সংকেত পুনরুদ্ধার করতে সক্ষন হন

বিভিন্ন ধরনের ডায়েট(Diode) পরিচিতি।

বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট মেনুফেকচারিং কোম্পানি গুলো বিভিন্ন ধরনের ডায়োড(Diode) তৈরি করে, বাজারে যে ধরনের ডায়োড(Diode) গুলো বেশি প্রচলিত সেগুলো হচ্ছে-

  1. ভেরিক্যাপ (Vericap)
  2. জেনার ডায়োড (Zener Diode)
  3. ফটোডায়োড (PhotoDiode)
  4. শটকি ডায়োড (Shotki Diode)
  5. পি-এন জংশন ডায়োড (PN junction diode)
  6. সিলিকন কন্ট্রোল্ড রেকটিফায়ার (Silicon Controlled Rectifier)
  7. লাইট ইমিটিং ডায়োড (Light Emitting Diode)
  8. টানেল ডায়োড (Tunnel Diode)
  9. লেজার ডায়োড (Laser Diode)

ডায়োড(Diode) এর ফরওয়ার্ড বায়াসিং কি?

যখন একটি ডায়োড(Diode) এর পি-টাইপ প্রান্তের সাথে ভল্টেজ(V) সোর্স এর পজিটিভ সাপ্লাই এবং এন-টাইপ এর সাথে ভল্টেজ(V) সোর্স এর নেগেটিভ প্রান্ত কানেক্টেড করা হয় তখন তাকে ডায়োড এর ফরওয়ার্ড বায়াসিং বলা হয়। 

নীচের ছবিটিতে আপনারা ডায়োড(Diode) এর ফরওয়ার্ড বায়াস দেখতে পাচ্ছেন-

ফরওয়ার্ড বায়াসিং

ডায়োড এর ফরওয়ার্ড বায়াসিং

ডায়োড(Diode) এর রিভার্স বায়াসিং কি?

অপরদিকে, যখন একটি ডায়োড(Diode) এর পি-টাইপ প্রান্তের সাথে ভল্টেজ(V) সোর্স এর নেগেটিভ(v-)  সাপ্লাই এবং এন-টাইপ এর সাথে ভল্টেজ(V) সোর্স এর পজিটিভ(v+) প্রান্ত কানেক্টেড করা হয় তখন তাকে ডায়োড এর রিভার্স বায়াসিং বলা হয়

নীচের ছবিটিতে আপনারা ডায়োড(Diode) এর রিভার্স বায়াসিং দেখতে পাচ্ছেন-

রিভার্স বায়াসিং

ডায়োড এর রিভার্স বায়াসিং

ডায়োড(Diode) এর VI Characteristic Curves

যে Curves এর মাধ্যমে একটি ডায়োড এর ভোল্টেজ এবং কারেন্ট রিপ্রেজেন্ট করা হয় তাকে ডায়োড(Diode) এর VI Characteristic Curves বলা হয়

ডায়োড এর VI Characteristic Curves

ডায়োড এর VI Characteristic Curves

 

ডায়োড(Diode) এর ব্যবহার

ডায়োড(Diode) বহুমুখী ব্যবহার রয়েছে তবে এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যবহারগুলো নিম্নলিখিত- 

  1. রেডিও সিগন্যাল মডুলেশন;
  2. রেকটিফায়ার তৈরিতে বিশেষ করে ডায়েট ব্যবহৃত হয়;
  3. ইন্ট্রিগেটেড সার্কিট এ অতিরিক্ত ভোল্টেজ প্রতিরোধে ব্যবহৃত হয়;
  4. লজিক গেট তৈরি করতে ডায়োড(Diode) ব্যবহৃত হয়;
  5. তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে এক বিশেষ ধরনের ডায়োড(Diode)  ব্যবহৃত হয়;
  6. সৌরকোষ অর্থাৎ সোলার প্যানেল এ এক বিশেষ ধরনের ব্যবহার করা হয়;
  7. বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস এর ফিল্টার তৈরিতে ব্যবহার করা হয়।

আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !

বন্ধুরা এই ছিল ডায়োড(Diode) কি? ডায়োড কত প্রকার ও কি কি? নিয়ে আর্টিকেলআর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Post a Comment (0)
Previous Post Next Post