ভিপিএন(VPN) কি? ভিপিএন এর কাজ কি?

ভিপিএন(VPN) কি? ভিপিএন এর কাজ কি?


হ্যালো বন্ধুরা, আমরা হয়তো অনেক বার ভিপিএন(VPN) শব্দটি শুনেছি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে ভিপিএন(VPN) কি? ভিপিএন এর কাজ কি? এবং ভিপিএন কেন ব্যবহার করা হয় জানিনা।


সেইসব বন্ধুদের জন্য আজকের এই আর্টিকেলটি। আশা করছি আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন।

ভিপিএন(VPN)

ভিপিএন(VPN) কি? ভিপিএন এর কাজ কি?


ভিপিএন (VPN), যার পূর্ণরূপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (Virtual Private Network)যেকোনো সিকিউর/লক কিংবা ব্লক করা সাইট ভিজিট করার ক্ষেত্রে মূলত ভিপিএন(VPN) ব্যাবহার করা হয়ে থাকে।


আজকের আর্টিকেলে যা যা থাকছেঃ-

  • ভিপিএন(VPN) কি?
  • ভিপিএন(VPN) কেনো এবং কিভাবে ব্যাবহার করা হয়?
  • ফ্রী ভিপিএন(VPN) ব্যাবহার করবেন নাকি পেইড ভিপিএন?
  • ভিপিএন(VPN) ব্যাবহার করা কতটা নিরাপদ?
  • ভিপিএন(VPN) ব্যাবহার করা কি অবৈধ?
  • ভিপিএন(VPN) ব্যাবহার করলে কি নেটওয়ার্ক স্পীড বৃদ্ধি পায়?
  • অ্যান্ড্রয়েড(Android) ব্যবহারকারীদের জন্য পাঁচটি ফ্রী বেস্ট ভিপিএন(VPN)
  • Chrome এর জন্য সেরা ভিপিএন(VPN) এক্সটেনশন

ভিপিএন(VPN) কি?


ভিপিএন(VPN) এর অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।সহজ ভাবে বলতে গেলে কোনো ব্লক করা সাইট ,কিংবা দেশীয় ভাবে ব্যাবহারের অনুমতি নেই এমন কোনো সাইট ভিজিট করতে গেলে মূলত ভিপিএন(VPN) এর প্রয়োজন হয়।


এখন ধরুন আপনি একটি সাইট যেকোনো কারণে ভিজিট করতে চাচ্ছেন, কিন্তু ওই সাইটের মালিক চায় না যে আপনি যে দেশে থাকেন সেই দেশের কেও কিংবা সে দেশের আইপি থেকে কেও তার সেই সাইট ভিজিট করুক।


যার কারণে সেই সাইটের মালিক সেটিকে সীমাবদ্ধ (restricted) করে রেখেছে।নিজের আইপি হাইড রেখে সেরকম সাইট গুলো ভিজিট করতে পারবেন আপনি অন্য কোনো দেশের ভিপিএন সার্ভার এর মাধ্যমে।


ভিপিএন(VPN) কেনো এবং কিভাবে ব্যাবহার করা হয়?


একটু আগে আপনাদের ধারণা দিয়েছি যে মূলত কোনো সিকিউর কিংবা ব্লক করা সাইট ভিজিট করার জন্যই ভিপিএন(VPN) ব্যাবহার করা হয়ে থাকে।


তবে এখন বিস্তারিত আলোচনা করবো যে কেনো এবং কিভাবে এটিকে ব্যাবহার করা হয়ে থাকে।

vpn

ভিপিএন(VPN) কেনো ব্যাবহার করা হয়?


ধরুন আপনি বাংলাদেশ থেকে সার্চ করেছেন Google.com লিখে। ধরুন এটি US এর একটি সাইট।


কিন্তু এই সাইটের যিনি প্রধান কিংবা এই সাইটের মালিকরা চায় না যে বাংলাদেশের কেও এই সাইট ভিজিট করতে পারুক কিংবা তারা চায় না যে US কান্ট্রি (Country) বাদে অন্য কোনো কান্ট্রির লোকেরা সেই সাইট ভিজিট করুক।


যার জন্য তারা এই সাইটটি ব্লক করে রেখেছে। এখন যখন আপনি এটি লিখে সার্চ করবেন আপনি কোনোভাবে সাইটটি ভিজিট করতে পারবেন না। কারণ সাইটটি আপনার দেশের জন্য লক করা রয়েছে।


কিন্তু ভিপিএন(VPN) এর মাধ্যমে আপনি চাইলে যেকোনো দেশের সার্ভার এড্রেস ব্যাবহার করতে পারবেন অনেক সহজেই। এক্ষেত্রে আপনি US এর একটি ভিপিএন এর মাধ্যমে US আইপি এড্রেস থেকে সেই লক করা সাইট ভিজিট করতে পারবেন।


ভিপিএন(VPN) কানেক্ট করে সাইটটি ভিজিট করলে আপনার আইপি এড্রেস লুকানো থাকবে।


কিভাবে ভিপিএন(VPN) ব্যাবহার করতে হয়?


আগের পার্ট পড়ে আমরা জানতে পারলাম যে কেনো ভিপিএন(VPN) ব্যাবহার করা হয়। এখন ধরুন আপনার ব্যাংকিং নিয়ে কোনো কাজ করতে হচ্ছে।


কিন্তু আপনি যে সাইটের মাধ্যমে ব্যাংকিং এর কাজ সম্পন্ন করতে চান সেটি ব্লক করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভিপিএন(VPN) চালু করে কাজটি সম্পন্ন করতে হবে।


এক্ষেত্রে অ্যান্ড্রয়েড এবং কম্পিউটার ব্যাবহার এর জন্য কিন্তু অসংখ্য অ্যাপ বা এক্সটেনশন রয়েছে, যার মাধ্যমে ফ্রীতে অনেক সহজে ভিপিএন(VPN) ব্যাবহার করে যেকোনো ব্লক করা সাইট ভিজিট করা যায়।


এক্ষেত্রে আপনি এন্ড্রয়েডে কোনো জরুরি সাইট ভিজিট করার ক্ষেত্রে প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপ ডাউনলোড করে ফ্রীতে ভিপিএন(VPN) ব্যাবহার করতে পারেন।


কিন্তু এক্ষেত্রে অনেকে ভাবেন যে ফ্রী ভিপিএন ব্যাবহার করতে কি কোনো সমস্যা হতে পারে?

কারণ বেশিরভাগ ভিপিএন অ্যাপ এর ক্ষেত্রে দুইভাবে তারা সার্ভিস প্রোভাইড করে থাকে, একটি হলো সম্পূর্ণ ফ্রীতে এবং অন্যটি পেইড এর মাধ্যমে।


ফ্রী ভিপিএন(VPN) ব্যাবহার করবেন নাকি পেইড ভিপিএন?


একটু আগে বলেছি আপনাদের যে, ভিপিএন(VPN) সার্ভিস দেওয়া অ্যাপ গুলো বেশিরভাগ ক্ষেত্রে ফ্রী এবং প্রিমিয়াম দুইভাবে সার্ভিস দিয়ে থাকে। এক্ষেত্রে ফ্রী এবং পেইড এর মধ্যে তফাৎ কি হতে পারে?


ফ্রী ভিপিএন আর পেইড ভিপিএন(VPN) এর মধ্যে আমি বলবো অবশ্যই আপনার পেইড ভিপিএন(VPN) ব্যাবহার করা উচিৎ।


কেননা ফ্রী এর ক্ষেত্রে আপনি কিন্তু একটি সার্ভার একদমই ফ্রীতে ব্যাবহার করছেন যেটি শুধু আপনি নন বিভিন্ন দেশে আরো অনেকে সার্ভারটি ব্যাবহার করছে, যেটি কিন্তু মোটেও ভালো দিক না।

ফ্রী ভিপিএন ব্যাবহার করার ক্ষেত্রে সেই ভিপিএন(VPN) ব্যাবহার করে আপনি কি সার্চ করছেন, কোন কোন সাইট আপনি ভিজিট করছেন, কি কাজ করছেন সব তথ্য কিন্তু তাদের কাছে থাকবে।

এক্ষেত্রে সরকারি কিংবা অন্যান্য ক্ষেত্রে কেও যদি ইউজার ডাটা চায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ডেটা ঐ ভিপিএন কতৃপক্ষ দিয়ে দিবে।


বেশিরভাগ ক্ষেত্রে এমনটা না হলেও, এটা সত্যি যে আপনি কখন কি সার্চ করছেন, কোন সাইটে যাচ্ছেন সব ডেটা কিন্তু আপনার সেই ভিপিএন(VPN) সার্ভারে থাকছে।এক্ষেত্রে আপনার ডেটা চুরি হওয়ার কিন্তু ঝুঁকি থাকছে কিংবা বলা যায় ডেটা নিরাপত্তায় ঝুঁকি থাকছে।


অন্যদিকে পেইড সার্ভিস এর কথা যদি বলি, তাহলে সেটা নির্ভর করে কোন কোম্পানি কিংবা সার্ভিস প্রোভাইডার এর কাছ থেকে আপনি সার্ভিস নিচ্ছেন।


এক্ষেত্রে আপনি যদি প্রিমিয়ার সুবিধা গুলো নিয়ে তাদের agreement পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পেইড সার্ভিস নিরাপদ কিনা।


কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় যে পেইড VPN সার্ভিং অনেক ভালো।এখানে আপনার জন্য একটি আইপি এড্রেস বরাদ্দ থাকছে, যেটি শুধুই আপনি ব্যাবহার করতে পারবেন, আপনি ব্যতীত অন্য কেউ সেটি ব্যাবহার করতে পারবে না।


যদি আপনার প্রফেশনাল কাজের ক্ষেত্রে ভিপিএন(VPN) দরকার হয় সেক্ষেত্রে আপনি নিজেই একটি ভিপিয়েন সার্ভার বানিয়ে নিতে পারেন কোনো হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকে হোস্টিং নেওয়ার মাধ্যমে। যেটি আপনার জন্য অনেকটা নিরাপদ হবে পাশাপাশি আপনার ডেটা নিরাপত্তায় অনেক উপকারী।


ভিপিএন(VPN) ব্যাবহার করা কতটা নিরাপদ?


ভিপিএন(VPN) ব্যাবহার করা কতটা নিরাপদ সেটা নির্ভর করে কে কিভাবে ভিপিএন(VPN) ব্যাবহার করছে তার উপর।এক্ষেত্রে যদি আপনি ফ্রীতে ব্যাবহার করেন তাহলে আপনার প্রাইভেসি সমস্যা হতে পারে।


কিংবা দেখা যাচ্ছে আপনি ভিপিএন(VPN) কানেক্ট করে আপনার যেকোনো একাউন্টে লগইন করলেন, পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে, এক্ষেত্রে কিন্তু সেই পাসওয়ার্ড এবং নাম্বার সব ডেটা ওই ভিপিএন সার্ভারে জমা থাকছে।


যার কারণে হ্যাকিং এর মত সমস্যায় আপনি পড়তে পারেন। তাই জরুরি কোনো কাজ না থাকলে অবশ্যই ভিপিএন(VPN) ব্যাবহার করা উচিত না।


ভিপিএন(VPN) ব্যাবহার করা কি অবৈধ?


ভিপিএন(VPN) এর কাজই হচ্ছে কোনো ব্লক করা সাইট কিংবা লক করা কিছু ভিজিট করা, এবং কাজ করতে পারা , তাই বলে কিন্তু ভিপিএন(VPN) অবৈধ নয়।


একজন ব্যাবহারকারী কিভাবে এটিকে ব্যাবহার করতে সেটির উপর নির্ভর করে অবৈধ বিষয়টি।

ভালো কাজে ব্যাবহার করলে অবশ্যই এটি আপনার জন্য বৈধ এবং খারাপ কাজে ব্যাবহার করলে অবৈধ।


ভিপিএন(VPN) ব্যাবহার করলে কি নেটওয়ার্ক স্পীড বৃদ্ধি পায়?


অনেকের একটি ভুল ধারণা রয়েছে সেটি হচ্ছে ভিপিএন(VPN) ব্যাবহার করলে নাকি নেট এর যে স্পীড সেটি বেড়ে যায়।


এই বিষয়টি একদমই সত্যি না।আপনি যখন ভিপিএন(VPN) ব্যাবহার করছেন তখন সেটির জন্য উল্টো আপনার নেট একটু স্লো কাজ করবে। কারণ ভিপিএন এর কাজ নেট স্পিড বাড়ানো নয়।


পেইড ভিপিএন(VPN) ব্যাবহার করলে কি নেট স্পিড ভালো হয়?


পেইড ভিপিএন(VPN) এর ক্ষেত্রেও একই বিষয় কিন্তু পেইড ভিপিএন(VPN) এর ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক যদি ৩০ mbps হয় সেক্ষেত্রে ৩০ এই থাকবে এর থেকে বাড়বে না। পাশাপাশি আপনার নেটওয়ার্ক এই ভিপিএন(VPN) ব্যাবহার করার জন্য স্লো ও হবে না।


কিন্তু ফ্রীতে ব্যাবহার করতে নেটওয়ার্ক একটু স্লো হতে পারে কিন্তু বাড়বে না।

অ্যান্ড্রয়েড(Android) ব্যবহারকারীদের জন্য সেরা পাঁচটি ফ্রী ভিপিএন(VPN)

এন্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোরে গিয়ে ভিপিএন(VPN) এর নাম গুলো দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। এবার Install করে ব্যবহার করে শুরু করতে পারেন।

তবে সবগুলো ভিপিএন(VPN) ফ্রি নয়, এগুলোর মধ্যে কিছু কিছু ফ্রিতে এবং কিছু কিছু পেমেন্ট করে ব্যবহার করতে হয়।

  1. ProtonVPN
  2. Hotspot Shield
  3. TunnelBear 
  4. Betternet
  5. Hide.me

Chrome এর জন্য সেরা ভিপিএন(VPN) এক্সটেনশন



আমাদের শেষ কথা


বন্ধুরা আজকের আর্টিকেলটা পড়ার মাধ্যমে আমরা ভিপিএন(VPN) নিয়ে একদম বেসিক থেকে বিস্তারিত ভেবে জানলাম। আজকের আর্টিকেলটি পড়লে নিশ্চই আপনি ভিপিএন(VPN) এর সঠিক ব্যাবহার এবং ধারণা সম্পর্কে অবগত হবেন।


আর ও পড়তে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন-

বন্ধুরা, ভিপিএন(VPN) কি? ভিপিএন এর কাজ কি? যদি আর্টিকেলটা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

2 Comments

  1. Casino Finder (Google Play) Reviews & Demos - Go
    Check gri-go.com Casino Finder (Google Play). titanium flat iron A look at worrione.com some of the jancasino best gambling sites in the https://septcasino.com/review/merit-casino/ world. They offer a full game library,

    ReplyDelete
  2. Goyang Casino Hotel - Las Vegas
    Goyang Casino Hotel kadangpintar is sol.edu.kg the official goyangfc name of the property for its gaming facilities in 바카라 사이트 the https://septcasino.com/review/merit-casino/ resort Las Vegas. The resort's gaming floor, casino, and spa are

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post