১০টি এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) টিপস

১০টি এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) টিপস


“১০টি এফিলিয়েট মার্কেটিং টিপস”, হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজ আমরা আলোচনা করব দশটি এফিলিয়েট মার্কেটিং টিপস নিয়ে। আশা করছি এফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জন করুন। পর্ব-১ পড়ে  আপনারা কিছুটা হলেও এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) সম্পর্কে ধারণা পেয়েছেন।


এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing)
এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing)

বন্ধুরা আজকের এই পর্বে আপনারা জানতে চলেছেন 10 টি এফিলিয়েট মার্কেটিং টিপস নিয়ে। কেন আপনার এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) টিপসগুলো জানা উচিত।


আপনি নতুন এবং আপনার ব্লগ(BLOG) সাইটে আপনি এফিলিয়েট লিংক গুলো যুক্ত করেছেন। কিন্তু প্রত্যাশিত হারে বিক্রি হচ্ছে না, অথবা আরও বেশি আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আজকের এই দশটি এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) টিপস নিয়ে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।



১০টি এফিলিয়েট মার্কেটিং টিপস


১০টি এফিলিয়েট মার্কেটিং টিপস নিয়ে আজকের এই আর্টিকেলটি পড়লে আপনি যেসব বিষয়ে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন বা জানতে পারবেন সে বিষয়গুলো সংক্ষেপে নিচে দেয়া হলঃ- 

  1. নিশ(NICHE) কি?
  2. ট্রেন্ডিং-নিশ(TRENDING NICHE) কি?
  3. বিক্রয় পদ্ধতি গুলো কি কি? 
  4. ইমেইল লিস্ট কি?
  5. কেন ইমেইল লিস্ট তৈরি করবেন?
  6. কিভাবে ইমেইল লিস্ট তৈরি করবেন? 
  7. ট্রাফিক বলতে কী বোঝায়?
  8. কিভাবে ট্রাফিক জেনারেট করবেন?
  9. ফানেল(FUNNEL) কি?


নিশ(NICHE) কি?

নিশ(NICHE) বলতে মূলত কোন পণ্য বোঝায়। এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) শুরু করার প্রথম কাজ হলো নিশ(NICHE) বা সঠিক পণ্য নির্বাচন করা। তাই পণ্য নির্বাচনের সময় অনেক বেশি রিসার্চ করতে হয়, এতে করে লাভবান হওয়া যায়।


ট্রেন্ডিং-নিশ(TRENDING NICHE) কি?

একটু আগে আমরা জেনেছি নিশ(NICHE) বলতে কী বোঝায়। তাহলে চলুন এবার জেনে নেয়া যাক ট্রেন্ডিং-নিশ(TRENDING NICHE) কি?

ট্রেন্ডিং-নিশ(TRENDING NICHE) বলতে সেই সমস্ত পণ্য বা প্রডাক্ট কে বোঝায় যে সকল পণ্যের চাহিদা বর্তমানে বেশি রয়েছে।

এখন কথা হল আপনি কিভাবে বুঝবেন কোন সমস্ত প্রোডাক্ট এর চাহিদা বর্তমান সময়ে বেশি।  বন্ধুরা আপনি যদি বর্তমান সময়ের কোন প্রোডাক্ট এর চাহিদা বেশি রয়েছে  বের করতে চান তাহলে আপনাকে গুগলের একটি ফ্রী টুলস ব্যবহার করতে হবে। 


গুগলের এই টুলস টির নাম হচ্ছে গুগোল ট্রেন্ড(GOOGLE TRENDS) এখানে গুগোল ট্রেন্ডস ইংরেজি নীল লেখাটিতে ক্লিক করলে আপনি সরাসরি গুগোল ট্রেন্ড  এর ওয়েবসাইটে প্রবেশ করবেন। আর এখান থেকে আপনি আপনার নির্বাচিত পণ্যটি সার্চ করবেন। 


আপনি যদি কোনো নির্দিষ্ট দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর প্রোডাক্টটির তথ্যগুলো আপনি দেখতে পাবেন গ্রাফ আকারে।


আর এভাবে আপনার নির্বাচিত পণ্যটির বর্তমানে কিরকম চাহিদা রয়েছে তার খুঁটিনাটি তথ্য গুলো পেয়ে যাবেন। আপনি যদি সত্যিই একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটারদের(Affiliate Marketer) হতে চান,


অথবা এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) করে অর্থ উপার্জন করতে চান তাহলে গুগল ট্রেনড(GOOGLE TRENDS) এর ব্যবহার টি ইউটিউব দেখে শিখে ফেলবে। অ্যাফিলিয়েট মার্কেটারদের(Affiliate Marketer) জন্য গুগল ট্রেন্ড একটি গুরুত্বপূর্ণ টুলস।


বিক্রয় পদ্ধতি গুলো কি কি? 

আপনার অ্যাফিলিয়েট(Affiliate) সেল বৃদ্ধির জন্য আপনি কোন পদ্ধতিটি ব্যবহার করছেন? আপনি যে পদ্ধতি ব্যবহার করেন না কেন আপনাকে সেটি ভালোভাবে চেক করতে হবে।

  1. আপনি কনটেন্ট নিয়ে লেখালেখি করেন এবং আপনার এফিলিয়েট লিংক থেকে সেল আশা করছেন?
  2. কোন সমস্যার সমাধান দিয়ে আপনি যদি এফিলিয়েট লিংক ব্যবহার করেন সেক্ষেত্রে সেল আশা করতে পারেন।

কোন সমস্যার সমাধান দিয়ে আপনি যদি কোনো এফিলিয়েট লিংক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সেল আসতে পারে। আর বড় বড় ব্লগাররা এই কাজটি করে থাকে।


তাই আপনার উচিত হবে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান বের করে সে ক্ষেত্রে এফিলিয়েট লিংক ব্যবহার করা।


ইমেইল লিস্ট কি?

নির্দিষ্ট লক্ষ্য পূরণের নিমিত্তে যখন ওয়েবসাইট বা ব্লগ থেকে বিভিন্ন ভিজিটরদের ইমেইল আইডি গুলো একটি নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয় তখন তাকে ইমেইল লিস্ট বলে।


আপনি যদি এখনো ইমেইল লিস্ট তৈরি না করে থাকেন তাহলে আপনি  ধরে রাখেন আপনি সঠিকভাবে এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) করছেন না। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটি ইমেইল লিস্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।


কেন ইমেইল লিস্ট তৈরি করবেন?

ব্লক ওয়েবসাইটটিতে  ভিজিটর আসার পরে তাদের মধ্যে অনেকেই চাইবে, ভবিষ্যতে আপনি কি ধরনের পোস্ট করেছেন বা আর্টিকেল লিখেছেন সে সম্পর্কে জানার জন্য। আপনার ব্লগ ওয়েবসাইটটিতে যদি এ ধরনের কোন অপশন থাকে  ভিজিটররা ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারে।


পরবর্তীতে আপনি সেই ইমেইল গুলো সুন্দর একটি ইমেইল টেমপ্লেট ব্যবহার করে আমরা এফিলিয়েট লিংক সহ মেইল সেন্ড করতে পারেন।  এতে করে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভালো একটি আর্নিং জেনারেট হবে।


এছাড়াও আপনি যদি বিভিন্ন ধরনের অফার পাঠাতে চান সে ক্ষেত্রে এই লিস্ট আপনার অনেক কাজে আসবে। সেই সফল এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) কাজ করতে পারবেন।


কিভাবে ইমেইল লিস্ট তৈরি করবেন? 

আপনি যদি একটি ইমেইল লিস্ট তৈরী করতে চান, এবং সেই লিস্ট থেকে ফ্রিতে ইমেইল পাঠাতে চান আপনার ভিজিটরদের তাহলে আপনি একটি ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। প্ল্যাটফর্মের নাম হচ্ছে মেইলচিম্প(MAILCHIMP) এই  প্ল্যাটফর্ম টি ব্যবহার করে আপনি 2000  ইমেইল পর্যন্ত ফ্রি তে পাঠাতে পারবেন। 


2000 এর বেশি ইমেইল যদি পাঠাতে চান তাহলে মেইলচিম্প এর PRO প্লানে যেতে হবে। এছাড়া আরো অনেকগুলো ইমেইল মার্কেটিং প্লাটফর্ম রয়েছে। এসব প্লাটফর্ম ব্যবহার করে আপনি খুব সহজেই ইমেইল মার্কেটিং করতে পারবেন।


ট্রাফিক বলতে কী বোঝায়?

বন্ধুরা অনেকেই জানেননা ট্রাফিক(Traffic) বলতে কী বোঝায়। ট্রাফিক(Traffic)বলতে আবার রাস্তার ট্রাফিক(Traffic)কে ধরে নিয়েন না।


ট্রাফিক(Traffic)হল ভিজিটর। আপনার ওয়েবসাইটে প্রতিদিন কি পরিমান ভিজিটর আসতেছে আপনার আর্টিকেলগুলো পড়তেছে সকল বিষয় গুলোকে মিলিয়ে ট্রাফিক(Traffic) বলা হয়।


ট্রাফিক(Traffic)হলো একটি ব্লগ সাইট অথবা ওয়েবসাইটের মূল চালিকাশক্তি।  আপনার একটি ওয়েবসাইট রয়েছে কিন্তু তাতে ভিজিটর আসে না অর্থাৎ ট্রাফিক(Traffic) নেই বললেই চলে তাহলে আপনার সেখান থেকে কোন ধরনের আর্নিং এর সুযোগ থাকে না।


আপনি যদি কোন ব্লগ সাইট থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই ট্রাফিক(Traffic) মাস্ট বি থাকতে হবে।


কিভাবে ট্রাফিক জেনারেট করবেন?

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে ট্রাফিক(Traffic) জেনারেট করতে পারি?  হ্যাঁ বন্ধু আপনার  আর্টিকেল যদি এসইও(SEO) ফ্রেন্ডলি করে লেখা হয়, তাহলে গুগল আপনার সাইডে ব্যবহৃত কিওয়ার্ডগুলো  অটোমেটিক শনাক্ত করতে পারে। এবং গুগলের পৃষ্ঠায় প্রথম দিকে আপনার আর্টিকেলগুলো কে দেখাতে থাকে।


 এসইও(SEO) ফ্রেন্ডলি  আর্টিকেল বলতে, একটি পোষ্টের মধ্যে-


  1. হেডিং ট্যাগ (h1,h2,h3,h4)
  2. প্যারাগ্রাফ  (<p></p>)
  3. এক্সটার্নাল লিংক 
  4. ইন্টারনাল লিংক
  5. ইমেজ টাইটেল
  6. ইমেজ অল্টার টেক্সট
  7. কিওয়ার্ড ডেনসিটি


ইত্যাদি বিষয় কে বোঝায়। আপনি যদি একটি পোস্ট(POST) লেখার সময় হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, এক্সটার্নাল লিংক, ইমেজ টাইটেল, ইমেজ অল্টার টেক্সট,কিওয়ার্ড ডেনসিটি ইত্যাদি বিষয়ে চিন্তা ভাবনা করে আর্টিকেলটি লিখেন তাহলে সেটিকে এসইও(SEO) ফ্রেন্ডলি আর্টিকেল বলা যাবে।


আর এভাবেই গুগল অটোমেটিক আপনার সাইডে ট্রাফিক(Traffic) এনে দেবে।


এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে শেয়ারের মাধ্যমে আপনার ব্লগ সাইটে ট্রাফিক(Traffic) জেনারেট করতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো যেমন-

  1. Facebook
  2. Twitter
  3. YouTube
  4. Instagram
  5. LinkedIn
  6. Quora
  7. Pinterest

আপনি যেসব আর্টিকেল লিখবেন সেসব আর্টিকেল এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আপনি শেয়ার করার মাধ্যমে ট্রাফিক(Traffic) জেনারেট করতে পারেন। এছাড়াও আপনি আপনার সাইটের ব্যাকলিংক করতে পারেন।


ফানেল(FUNNEL) কি?

বন্ধুরা সেলস ফানেল(Funnel) মূলত একই অনেক বড় ব্যাপার। আশাকরি সেলস ফানেল(Funnel) নিয়ে একটি সম্পূর্ণ আর্টিকেল লিখব। তবুও আজকে আপনাদের একটি ধারণা দিয়ে যায় সেলস ফানেল(Funnel) আসলে কি? 


সেলস ফানেল(Funnel) হচ্ছে কোন পণ্য বিক্রয়ের একটি ভাল মাধ্যম। সেলস ফানেল(Funnel) মূলত একটি  ধাপে ধাপে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রাহককে আপনার প্রস্তাবের এক ধাপ কাছাকাছি আনতে এবং স্বয়ংক্রিয় ইমেল, ভিডিও, নিবন্ধ এবং ল্যান্ডিং পেজের মাধ্যমে গ্রাহককে কোন পণ্য কেনার সিদ্ধান্তে উপনীত করে।


পরবর্তীতে এটি আপনার অ্যাফিলিয়েট সেল অর্থাৎ আপনার অনলাইন বিজনেস কে ত্বরান্বিত করে।


এই ছিল ১০টি এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) টিপ সামান্য কিছু ধারনা। আপনি যদি এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) করে অর্থ উপার্জন করতে চান তাহলে এফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের পর্ব-1 অবশ্যই পড়বেন।


আর ও পড়তে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন-

  1. ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর A টু Z গাইডলাইন
  2. বিটকয়েন(Bitcoin) মাইনিং কি?
  3. এফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জন করুন। পর্ব-১
  4. গ্রাফিক্স ডিজাইন নিয়ে সকল প্রশ্নের উত্তর
  5. SEO কি ? কিভাবে SEO শিখবেন?
  6. ওয়ার্ডপ্রেস (WordPress) কি?

বন্ধুরা এই ছিল  ১০টি এফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) টিপস  নিয়ে সহজ কিছু আইডিয়া। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

1 Comments

  1. নামহীনMay 31, 2021 at 9:35 PM

    Really helpful content. Thanks for published the article.

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post