কিভাবে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় করা হয়?

 কিভাবে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় করা হয়?

বন্ধুরা, আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন অথবা পড়াশুনা করছেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন এসেছে , কিভাবে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় করা হয়?

আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম। আশা করছি, সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পরে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় নিয়ে আর কোন কনফিউশন থাকবে না।

ক্যাবলের(cable) সাইজ

কিভাবে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় করা হয়

কিভাবে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় করা হয়? আর্টিকেলটি পড়লে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হলোঃ-

  • সঠিক মানের ক্যাবলের(cable) সাইজ নির্ণয়ের জন্য যে চারটি বিষয় জানা জরুরী।
  • কত ধরতে হয় ব্যবহৃত লোড সমূহের পাওয়ার(P) এর পরিমান নির্ণয় করা হয়?
  • কিভাবে লোড কারেন্ট(I) এর পরিমান বের করতে হয়
  • পারিপার্শ্বিক তাপমাত্রা(T) কত ধরতে হয়
  • কিভাবে ভোল্টেজ ড্রপ এর পরিমান বের করতে হয়

সঠিক মানের ক্যাবলের(cable) সাইজ নির্ণয়ের জন্য যে চারটি বিষয় জানা জরুরী।

  1. ব্যবহৃত লোড সমূহের পাওয়ার(P) এর পরিমান,
  2. লোড কারেন্ট(I) এর পরিমান,
  3. পারিপার্শ্বিক তাপমাত্রা(T),
  4. ভোল্টেজ ড্রপ এর পরিমান

বন্ধুরা বিষয়টি আর একটু গভীর ভাবে জানার জন্য এবং সহজভাবে আপনাদের বোঝানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করেছি।

কিভাবে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় করা হয়?

তাহলে চলুন প্রথমেই জেনে নেয়া যাক কিভাবে ব্যবহৃত লোড সমূহের পাওয়ার(P) এর পরিমান,বের করতে হয়-

1.ব্যবহৃত লোড সমূহের পাওয়ার(P) এর পরিমান বের করার নিয়ম:

ধরে নেই, একটি বাড়িতে ব্যবহৃত লোড পরিমাণ = 6 KW Or 60000 W

এবার আমাদের এই মূল লোড এর সাথে এক্সট্রা 10 থেকে 20 % লোড ধরে নিয়ে হিসাব করতে হবে, ভবিষ্যতের লোড বৃদ্ধি বিবেচনা করে

লোড সমূহের পাওয়ার(P)

ব্যবহৃত লোড সমূহের পাওয়ার(P) এর পরিমান বের করার নিয়ম


আমরা জানি মোট পাওয়ার কে (P) দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে আমাদের 
মোট পাওয়ার P = 6200 W

2. লোড কারেন্ট(I) এর পরিমান, এর পরিমান বের করার নিয়ম:

লোড কারেন্ট(I) এর পরিমান

তাহলে আমাদের লোড কারেন্ট = 35.22 Amp

3. পারিপার্শ্বিক তাপমাত্রা(T), কত ধরতে হয়:

মনে করি, বাসাবাড়ির যে স্থানে আমাদের তারগুলো থাকবে সে স্থানের সর্বোচ্চ তাপমাত্রা(T) 40 ডিগ্রী সেলসিয়াস [এই মানটি কমবেশি হতে পারে ] 

নিচের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন 40 ডিগ্রী সেলসিয়াসে কারেকশন ফ্যাক্টর এর মান হচ্ছে 0.87 


Correction factor

তাহলে কারেকশন ফ্যাক্টর এর মান হবে, লোড কারেন্ট X কারেকশন ফ্যাক্টর এর মান 

4. ভোল্টেজ ড্রপ এর পরিমান বের করার নিয়ম:

ভোল্টেজ ড্রপ বের করার জন্য বাসাবাড়ির লাইন ভোল্টেজ(VL) এর সঙ্গে এক্সট্রা 3% - 5% ভোল্টেজ যোগ করে নিতে হবে

Voltage drop

ভোল্টেজ ড্রপ বের করার পর,  তারের দৈর্ঘ্য ধরে নিয়ে তার সিলেকশন করতে হবে

আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !


বন্ধুরা এই ছিল কিভাবে ক্যাবলের(cable) সাইজ নির্ণয় করা হয়? নিয়ে আর্টিকেলআর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Post a Comment (0)
Previous Post Next Post