IBA কি? IBA তে কারা পড়তে পারবে?

IBA কি? IBA তে কারা পড়তে পারবে?

হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব  আইবিএ(IBA) ভর্তি প্রসঙ্গে। তাহলে চলুন সবার আগে জেনে নেই আইবিএ কি  IBA কি?


IBA এর পূর্ণ অর্থ হলো ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন ( Institute of Business Administration)আইবিএ (IBA) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যেখানে বিবিএ(BBA),এমবিএ(MBA), এক্সিকিউটিভ(Executive MBA) এমবিএ পড়ানো হয়।



IBA কি?

IBA কি?


আপনি যদি চান IBA  এর ওয়েবসাইট টি ঘুরে আসতে পারেন
IBA এবং আরো বিস্তারিত জানতে পারেন।
তবে আমি আশা করছি, আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়েন IBA নিয়ে কোন ধরনের কনফিউশন আপনার মধ্যে থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি যেসব বিষয়ে জানতে পারবেন সেগুলো নিচে দেওয়া হল-

  1. IBA কি?
  2. আইবিএ(IBA) কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে?
  3. IBA তে কারা পড়তে পারবে?
  4. IBA তে ভর্তির যোগ্যতা কি থাকতে হয়?
  5. IBA তে এমবিএ কয় ধরনের হয়ে থাকে এবং কি কি?
  6. ফুলটাইম MBA এবং পার্ট-টাইম MBA এর মধ্যে পার্থক্য গুলো কি কি?
  7. IBA তে MBA(Regular) এবং EXecutive MBA এর মধ্যে পার্থক্য গুলো কি কি?
  8. IBA তে MBA(Regular) এবং EXecutive MBA এর মধ্যে ভাল কোনটা?
  9. IBA তে কতবার পরীক্ষা দেয়া যায় এবং ভর্তি পরীক্ষা বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
  10. IBA তে রেগুলার MBA বা BBA এর ভর্তি প্রক্রিয়া কেমন হয়?
  11. পরীক্ষার সময় কতটুকু দেয়া হয়?
  12. IBA থেকে পাশ করলে চাকরির নিশ্চয়তা কি রকম?
  13. কারো এসএসসি(SSC)-এইচএসসি(HSC) অনার্স এ রেজাল্ট ভালো না হলে কি ভর্তি ভাইভা পরীক্ষায় বাদ পড়ে যাবে? 
  14. আইবিএ তে ভর্তি হওয়ার পর কি ফুলটাইম থেকে পার্ট টাইম বা পার্ট টাইম থেকে ফুলটাইম সুইচ করা যাবে?
  15. আইবিএ তে কি কোন কোটা সিস্টেম আছে?


IBA কি?

IBA কি?

IBA এর পূর্ণ অর্থ Institute of Business Administration. এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বিজনেস স্কুল। আধুনিক বিশ্বের সঙ্গে ব্যবসা এর নেতৃত্ব এবং উন্নত প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে আইবিএ ১৯৬৬  সালে ফোর্ট ফেডারেশন এর আর্থিক সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রের(US) ব্লুমিংটন  ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। 


ফ্লাগশিপ এমবিএ প্রোগ্রাম চালুর মাধ্যমে 1970 এর দশকে এমফিল(MPhil)  এবং পিএইচডি(PHD) প্রোগ্রাম চালু করেছিল।


IBA বর্তমানে বিবিএ(BBA), এমবিএ(MBA), পিএইচডি (Phd), এমফিল (MPhil) এক্সিকিউটিব এমবিএ (Executive MBA) এবং ডক্টর অব বিজনেস প্রোগ্রাম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়(DU) জাহাঙ্গীরনগর(JU) বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয় কাজ প্রোগ্রাম গুলো চালিয়ে যাচ্ছে।



আইবিএ(IBA) কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে?


আইবিএ(IBA) বলতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কে বোঝায় না। বেশ কয়েকটি ইউনিভার্সিটি'তে প্রোগ্রাম গুলোর চালু রয়েছে। যেমনঃ- ঢাকা বিশ্ববিদ্যালয়(DU),জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(JU) ইত্যাদি।


IBA  তে কারা পড়তে পারবে?


  • যেকোনো বিষয়ে (সাইন্স, আর্টস, কমার্স) থেকে এইচএসসি(HSC) পাশ করা ছাত্ররা এবং বিবিএ(BBA) তে পড়া ছাত্ররা পড়তে পারবে। 
  • যেকোনো বিষয় থেকে (সাইন্স, আর্টস, কমার্স) বিষয়ে অনার্স বিএ বিএসসি(BBA) পাস কোর্স করে এমবিএতে(MBA) ভর্তি পরীক্ষা দেয়া যায়। 

IBA তে ভর্তির যোগ্যতা কি থাকতে হয়?

IBA তে ভর্তির যোগ্যতা কি?
IBA তে ভর্তির যোগ্যতা কি?



IBA তে এমবিএ কয় ধরনের হয়ে থাকে এবং কি কি?


সাধারণত আইবিএ(IBA) তে দুই ধরনের এমবিএ হয়ে থাকে-

  1. MBA(Regular)
  2. EXecutive MBA

এমবিএ(MBA) রেগুলার আবার 2 ধরনের হয়ে থাকে-

  1. পার্ট টাইম MBA (ক্লাস সন্ধ্যাই হয়ে থাকে)
  2. ফুলটাইম MBA (দিনের বেলা হয়ে থাকে)

ফুলটাইম MBA এবং পার্ট-টাইম MBA এর মধ্যে পার্থক্য গুলো কি?

ফুলটাইম MBA এবং পার্ট-টাইম MBA এর মধ্যে পার্থক্য কি?



IBA তে MBA(Regular) এবং EXecutive MBA এর মধ্যে পার্থক্য কি?

IBA তে MBA(Regular) এবং EXecutive MBA এর মধ্যে পার্থক্য কি?

MBA(Regular) এবং EXecutive MBA



IBA তে MBA(Regular) এবং EXecutive MBA এর মধ্যে ভাল কোনটা?

  • দুটোই ভালো, তবে রেগুলার MBA এর ভ্যালু একটু বেশি। 
  • কারণ রেগুলার এমবিএ IBA এর  ফ্লাগশিপ প্রোগ্রাম। IBA শুরু হয়েছিল রেগুলার এমবিএ দিয়ে আর রেগুলার এমবিএ এডমিশন টেস্টের কম্পিটিশন অনেক বেশি হয়ে থাকে।


IBA তে ভর্তি বিষয়ক তথ্য



IBA তে কতবার পরীক্ষা দেয়া যায় এবং ভর্তি পরীক্ষা বছরে কয়বার অনুষ্ঠিত হয়?

  • এমবিএ তে যতবার ইচ্ছে ততবার পরীক্ষা দিতে পারবেন।
  • BBA তে শুধু একবার যে বছর এইচএসসি দিয়েছেন শুধু সেই বছর। 
  • BBA বছরে একবার ডিসেম্বর মাসে হয়ে থাকে। 
  • MBA(Regular) বছরে একবার ডিসেম্বরে (নতুন নিয়ম বিস্তারিত জানতে) www.iba-bd.edu
  • EXecutive MBA  বছরে তিনবার জানুয়ারি এপ্রিল এবং অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়।


IBA তে রেগুলার MBA বা BBA এর ভর্তি প্রক্রিয়া কেমন হয়?


তিনটি ধাপের পরীক্ষা হয়ে থাকে-

  1. MCQ
  2. Written
  3. Viva

MCQ- Math (30), English(30), Analytical Ability(15) Total-75

Written- Essay, Paragraph, Translation, Summary Writing- Total- 25



পরীক্ষার সময় কতটুকু দেয়া হয়?

  • MCQ এর জন্য 90 মিনিট এবং Written- এর জন্য 30 মিনিট মোট 2 ঘন্টা
  • MCQ & Written 2-3 সপ্তাহ পর ভাইভার জন্য ডাকা হয় 
  • ভাইভা সাধারণত 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে 


IBA ভর্পতি রীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?


না আপনি আইবিএ(IBA) তে পরীক্ষায় কখনোই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না।


আইবিএতে(IBA) পরীক্ষায় কি কোন নেগেটিভ মার্কিং আছে?



প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট .25 করে কাটা হয়। অবশ্যই যখন MCQ উত্তর গুলো প্রদান করবেন, আপনার কাছে যেগুলো মনে হবে 100% কারেক্ট হবে শুধু সেগুলো বৃত্ত ভরাট করবেন। তাহলে আপনি একটি আইডিয়া পেয়ে যাবেন আপনার পরীক্ষা কেমন হয়েছে।   


শুধু শুধু নেগেটিভ মার্ক পাওয়ার থেকে মার্ক না পাওয়া অনেক ভালো।



আইবিএতে(IBA) পরীক্ষায় প্রতিটি সেকশন এ কি আলাদা আলাদা ভাবে পাশ করতে হয়?


প্রতিটি আলাদা আলাদা সেকশন পাস করতে হয়। যেহেতু মেইন তিনটি বিষয়ে পরীক্ষা হয়ে থাকে, তাই আপনাকে প্রত্যেকটি আলাদা আলাদা বিষয় পাস মার্ক তুলতে হবে।


আইবিএ(IBA) পরীক্ষার কম্পিটিশন কেমন হয়?

বর্তমান যুগ ভাইয়া কম্পিটিশনের যুগ আপনি যেখানে যাবেন কম্পিটিশন দেখতে পাবেন। এখানে যে কম্পিটিশন থাকবে না তা কিন্তু হয় না।


প্রতিবছর অনেকেই আইবিএ তে পরীক্ষা দিয়ে থাকে এর মধ্যে রেগুলার এমবিএ তে 4000 থেকে 5000 এবং এক্সিকিউটিভ এমবিএ তে 500 থেকে 600 জন প্রায় এদের মধ্যে বেশিরভাগই থাকে ঢাবি,বুয়েট সহ অন্যান্য সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা



জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ডিগ্রী, ন্যাশনাল ইউনিভার্সিটি, পাস কোর্স অথবা মাদ্রাসা বোর্ডের ছাত্র-ছাত্রী কি আইবিএ(IBA) তে পড়তে পারবে? 


হ্যাঁ অবশ্যই পড়তে পারবে এবং এরকম অনেকেই এখানে পড়ছে। আইবি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যে কেউ আইবিএ তে পড়তে পারবে। 


তাহলে একটা উদাহরণ দেই- আমার একজন শিক্ষক যিনি কিনা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আইবিএ তে এমবিএ(MBA) প্রোগ্রামটি করেছেন।


আমার গ্রাজুয়েশন শেষ হয়নি ফাইনাল ইয়ারে আছি বা ফাইনাল পরীক্ষা দিয়েছি রেজাল্ট পাবলিশ হয়নি এমতাবস্থায় আমি কি এক্সাম দিতে পারব?


আইবিএ(IBA) তে রিটেন পরীক্ষা দিতে কোন সার্টিফিকেট লাগে না। তাই যে কেউ ইচ্ছা করলে পরীক্ষা দিতে পারবে। কিন্তু কেউ রিটেন পরীক্ষায় পাস করলে তাকে ভাইবা পরীক্ষায় সার্টিফিকেট দেখাতে  হবে। এখন আপনি চিন্তা করে নিন কোনটি আপনার জন্য ভালো হবে।


আইবিএ তে আসন সংখ্যা কত?

  • BBA- 120
  • MBA(Regular)- 120(Full Time) 60(Part Time)
  • Executive MBA- প্রতিবার 40 জন করে বছরে Total-120


IBA থেকে পাশ করলে চাকরির নিশ্চয়তা কি রকম?


আইবিএ(IBA) থেকে পাশ করে কেউ বেকার বসে আছে  এরকম খুব কম হয়। কর্পোরেট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় জায়গায় অনেক চাকরি করতেছে। এমনও দেখা গেছে আইবিএ থেকে পাশ করার আগেই চাকরি হয়ে গেছে। আবার অনেকে হয়েছেন উদ্যোক্তা নিজেই একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন।


কারো এসএসসি(SSC)-এইচএসসি(HSC) অনার্স এ রেজাল্ট ভালো না হলে কি ভর্তি ভাইভা পরীক্ষায় বাদ পড়ে যাবে?


 

পূর্বের একাডেমিক রেজাল্ট খারাপ হওয়ার কারণে আইবিএ এর ভাইভা তে কোন বাধা হবে না তবে বাজেরেজাল্ট এর কারণে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে ভাইভা বোর্ডে।


আইবিএ তে ভর্তি হওয়ার পর কি ফুলটাইম থেকে পার্ট টাইম বা পার্ট টাইম থেকে ফুলটাইম সুইচ করা যাবে?


প্রথম সেমিস্টার ক্লাস করার পর ফুলটাইম থেকে পার্ট টাইম সুইচ করা যাবে কিন্তু পার্টটাইম থেকে full Time এ সুইচ করা যাবে না।


আইবিএ তে কি কোন কোটা সিস্টেম আছে?


না। আইবিএতে জন্মলগ্ন থেকেই কোন কোটা নেই। প্রত্যেককে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে ভর্তি হতে হবে ।  আইবিএতে চান্স পাওয়ার একমাত্র মাপকাঠি আপনার মেধা।


আর ও পড়তে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন-


বন্ধুরা, IBA কি? যদি আর্টিকেলটা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

5 Comments

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    ReplyDelete
  2. আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে আই বি এ ভর্তি পরিক্ষা দিতে পারব?

    ReplyDelete
  3. HSC humanities theke kon kon subject nea compulsory

    ReplyDelete
    Replies
    1. বাংলা, ইংলিশ, ইনফরমেশন টেকনোলজি, ইসলামী ইতিহাস , পৌরনীতি, সমাজ বিজ্ঞান এবং ফর সাবজেক্ট হিসেবে (কৃষি, অন্যান্য সাবজেক্ট )

      Delete
Post a Comment
Previous Post Next Post