SEO কি ? কিভাবে SEO শিখবেন?

SEO কি ? কিভাবে SEO শিখবেন ?

SEO কি ? কিভাবে SEO শিখবেন?  আজকের এই আর্টিকেলটি সম্পন্ন পড়লে আপনি এসইও কি কিভাবে এসইও শিখবেন কিভাবে এসইও করতে হয়, একটি ওয়েবসাইটের জন্য এসইও কতটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়ে ভালোভাবে ধারণা পেয়ে যাবেন। 


SEO কি ?

এসইও (SEO)

SEO কি ? কিভাবে SEO শিখবেন?

SEO কি ?

SEO একটি সংক্ষিপ্ত শব্দ। এসইও (SEO) এর সম্পূর্ন অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization). আর সার্চ ইঞ্জিন বলতেই আমরা বলছি গুগল কে। কারণ আমরা প্রতিনিয়তই যেকোন বিষয়ের জন্য গুগলে সার্চ করে থাকি।


কিন্তু গুগোল ছাড়াও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন- Google, Yahoo, Bing.

আমরা যেহেতু গুগোল ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাই সার্চ ইঞ্জিন বললেই শুধু গুগলকে ভেবে থাকি।


আপনার যদি একটি ওয়েবসাইট অথবা একটি ব্লগিং সাইট থাকে, তাহলে বিষয়টি আপনার কাছে বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরন আপনার একটি সাইট রয়েছে technews ডট কম নামে।


আপনি আপনার জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ওপেন করে লিখলেন technews ডট কম  এবং সার্চ করলেন। এবং সার্চ করে দেখলেন যে আপনার  ওয়েবসাইট টি সার্চ রেজাল্টের প্রথম দেখাচ্ছেনা। একটা স্ত্রল করলেই আপনার সাইটটি দেখতে পেলেন।


 কিন্তু আপনি যেহেতু আপনার ওয়েবসাইটের নামটি লিখে সার্চ করেছেন সেহেতু প্রথমদিকে আপনার ওয়েবসাইটটি দেখানোর কথা। কিন্তু আপনার ওয়েবসাইটটি না দেখিয়ে অন্য একটি ওয়েবসাইট দেখাচ্ছে।


কারণ আপনার ওয়েবসাইটটি না দেখিয়ে অন্য যেসব সাইট দেখাচ্ছে এগুলো হয়তো গুগলের এদের মাধ্যমে দেখাচ্ছে। অথবা যে ওয়েবসাইটে প্রথমদিকে দেখাচ্ছে ওই ওয়েবসাইটে ভালোমতো এসইও (SEO ) করা হয়েছে। 


সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা (SEO ) বলতে এমন একটি প্রক্রিয়া কে বোঝানো হচ্ছে, যে প্রক্রিয়া ব্যবহার করে একটি ওয়েবসাইট কে গুগোল  রেংকিং এ নিয়ে আসা হয়। 


আর আপনার স্বভাবতই যখন কোন কিছু সার্চ করে থাকি এবং সার্চ রেজাল্ট আমাদের সামনে আসে, তখন আমরা প্রথমদিকের যেই ওয়েবসাইটগুলো পেয়ে থাকি এগুলোতে প্রবেশ করে থাকে ভিজিট করে থাকি।


যেসব ওয়েবসাইট ভালোভাবে এসিও করা হয়ে থাকে সেসব ওয়েবসাইট এই ভিজিটর সংখ্যা বেশি আসে। 


SEO কেন গুরুত্বপূর্ণ ?

এসইওর (SEO) গুরুত্ব অপরিসীম। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এ আধুনিকতার ছোয়া লাগা মাত্র পুরো ইন্টারনেট সিস্টেম ইন্টারনেট ব্যবহারকারীরদের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। ই-মার্কেটিং এর জন্য কোম্পানি গুলোর নির্দিষ্ট পেজ Ranking এর একটি ওয়েবপেজ বা ওয়েবসাইট দরকার হয়।  আর তখনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসইও (SEO)


এসইও (SEO )

একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে কে লক্ষ্য করে এসইও করা হয়ে থাকে।আরেকটু সহজভাবে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।


এই ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে, আপনি আপনার ওয়েবসাইটের ড্রপ শিপিং এর কাজ করে থাকেন বা এফিলিয়েট মার্কেটিং করার উদ্দেশ্যে ওয়েবসাইটটি তৈরি করেছেন।


এখন আপনার প্রয়োজন হবে প্রডাক্ট। কোনভাবে আপনি আলিএক্সপ্রেস থেকে বিভিন্ন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে আপলোড করলেন। ভালো কথা আপলোড করে ফেলেছন।


কয়েক মাস চলে গেল কিন্তু আপনি দেখলেন আপনার ওয়েবসাইট থেকে কোন প্রোডাক্ট বিক্রি হয়নি। তার মূল কারন হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিজিটর আসে না।


এখন আপনি ভিজিটর কিভাবে আনতে পারেন?  ভিজিটর আনার জন্য আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে আপনার ওয়েবসাইটকে। সেটাও করলেন কিন্তু তারপরেও আপনার ওয়েবসাইট থেকে কোন  সেল হচ্ছে না।


কারণ আপনার ওয়েবসাইটটি ঠিকমতো এসইও (SEO) করা হয়নি। আপনার ওয়েবসাইটটি যদি ঠিকমতো এসইও (SEO) করা থাকে তাহলে, যে কেউ কোন একটা প্রোডাক্ট সম্পর্কে লিখলে বা লিখে সার্চ করলে সেই কিওয়ার্ড ম্যাচিং করা মাত্রই আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের সামনে চলে আসবে। আর এই কাজটি করা হয় এসইও (SEO) এর মাধ্যমে।


তাই একটি ই-কমার্স সাইটের কথা বলেন আর ব্লগার সাইটের কথা বলেন সঠিকভাবে এসইও (SEO) না করা থাকলে ভিজিটর আসবেনা আর ভিজিটর না আসলে আপনি এডসেন্সে এপ্লাই করতে পারবেন না অথবা আপনার প্রোডাক্ট গুলো কে বিক্রি করতে পারবেন না।


এসইও (SEO) এর প্রকারভেদ

কাজের ধরন অনুযায়ী সাধারণত এসইওর (SEO)  দুই ধরনের হয়ে থাকে। 


  1. হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO)
  2. ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO) 

এছাড়াও আরেক ধরনের এসইওর (SEO) রয়েছে। যাকে বলা হয়- 


  • গ্রে হ্যাট এসইও (Gray Hat SEO)

হোয়াইট হ্যাট এসইও (Whit Hat SEO) 

হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO) বলতে  কোন ধরনের অসাধু উপায়ে ব্যবহার না করে এসইও করাকে বোঝানো হয়। হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO) শতভাগ নিশ্চয়তা প্রদান করে।এ ধরনের  এসইও পদ্ধতিতে  কোন ধরনের স্পামিং করা হয় না।


কাজের ধরন অনুসারে এই ধরনের এসইও (SEO) কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।


  • পেইড এসইও (PAID SEO)
  • অর্গানিক এসইও (ORGANIC SEO)

পেইড এসইও (PAID SEO)


পেইড এসইও (SEO) করার জন্য গুগলকে টাকা দিতে হয়। আর গুগলকে টাকা পেমেন্ট এর অপজিটে গুগল আপনাকে আপনার সাইটে ভিজিটর এনে দিবে। পেইড এসইও (SEO) করলে গুগলের প্রথম পেজে সবার উপরে আপনার ওয়েবসাইট নিয়ে যেতে পারবেন এবং প্রচুর পরিমানে ভিজিটর পাবেন।


অর্গানিক এসইও (ORGANIC SEO)


অর্গানিক এসইও (ORGANIC SEO) করার জন্য গুগল কে কোন ধরনের টাকা দিতে হবে না।আপনি নিজেই আপনার  ওয়েবসাইটের জন্য এসইও (SEO) করতে পারবেন। সেজন্য আপনাকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনার ওয়েবসাইট এ বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করতে হবে।


আপনার ওয়েব সাইটের বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো সঠিকভাবে বসানো থাকলেই আপনার ওয়েবসাইটে অর্গানিক ভাবে ভিজিটর আসতে থাকবে। 

তাহলে চলুন জেনে নিই আরও দুই ধরনের এসইও (SEO) টেকনিক।


  •  অনপেজ এসইও (ON PAGE SEO)
  •  অফ পেজ এসইও (OFF PAGE SEO)

অনপেজ এসইও (ON PAGE SEO)

অনপেজ এসইও বলতে সহজেই বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটের যে সমস্ত পেজ রয়েছে এই সব পেজ এর উপর কাজ করা হয়। অনপেজ এসইও (SEO) করলে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের নাম  লিখলেই আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে চলে আসবে।


একটি ওয়েবসাইট অনপেজ (ONPAGE SEO)  এসইও (SEO) করতে হলে যে কাজগুলো করতে হবে তা নিচে দেওয়া হল:


  • Domain name Optimization.
  • Title Use.
  • Keyword Use.
  • Meta description Use.
  • Keyword research Optimization.
  • google webmaster tools verify.
  • Sitemap index.
  • Do follow, No follow 
  • Website analysis.
  • Increase website speed.
  • Content optimization.
  • HTML tag H1 H2 and H3 Use.

অফ পেজ এসইও (OFF PAGE SEO)


অফ পেজ এসইও (SEO) বলতে আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ না করে যেভাবে এসইও করা হয় তাকে বোঝানো হয়।


একটি ওয়েবসাইট অফ পেজ (ONPAGE SEO)  এসইও (SEO) করতে হলে যে কাজগুলো করতে হবে তা নিচে দেওয়া হল:


  • Link Building.
  • Forum posting.
  • Article Submission.
  • Social Bookmarking.
  • Social media sharing.
  • Review Submission.
  • Video Submission.
  • Image Submission.
  • Image SEO.
  • Directory Submission.
  • Guest Post.
  • Email marketing.
  • Backlink Create.

ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO) 

এ পদ্ধতিতে সার্চ ইঞ্জিন কে বোকা বানিয়ে অসাধু উপায়ে কোন সাইট কে রেংকিং এ নিয়ে আসা হয়।

অবৈধ পদ্ধতিতে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করানোই ব্ল্যাকহেড এসইও (SEO) বলে। ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO)  কোন সার্চ ইঞ্জিন সাপোর্ট করে না।


এ ধরনের এসইও কিছুদিন ভালোই কাজ করবে কিন্তু একটা সময়ে আপনার ওয়েবসাইটটি গুগোল আর রেংকিং এ নিয়ে আসবে না।


যেহেতু আর্টিকেলটি লিখতেছি তাই ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO) সম্পর্কে কিছু না বললে তো হয়না।


ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO) করার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করা হয় তা নিচে দেয়া হল-


  • Doorway page.
  • Invisible Article.
  • Duplicate content.
  • Spamming Backlink.
  • Paid Backlink.
  • Keyword Stuffing.
  • Clocking.

গ্রে হ্যাট এসইও (Gray Hat SEO)


হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO) এবং ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO) সংমিশ্রণ করে যে, পদ্ধতিতে এসইও (SEO) করা হয় তাকে গ্রে হ্যাট এসইও (Gray Hat SEO) বলে।


এই ধরনের এসইও (SEO) পদ্ধতিতে দুই ধরনের এসইও (SEO) টেকনিক অবলম্বন করা হয়।


ক্যারিয়ার হিসেবে এসইও (SEO)


বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে কম্পিটিশন প্রতিনিয়তই হয়ে থাকে। তাই সবাই চায় যেন তার  অনলাইন ব্যবসাটি বেশি লাভ করুক।  এই কম্পিটিশনে পাল্লা দিতে হলে অবশ্যই আপনার ওয়েবসাইটটি কে ভালোভাবে এসইও (SEO) করতে হবে।


তাই তিনদিন এসইও এক্সপার্ট এর প্রয়োজন হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী,সরকারী-বেসরকারী  বিভিন্ন প্রতিষ্ঠানের।


এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে হতে পারেন একজন এসইও (SEO) এক্সপার্ট। অথবা অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন।

মনে রাখবেন দিনদিন এসইও (SEO) এক্সপার্টদের চাহিদা বেড়েই চলেছে।


কিভাবে এসইও (SEO) শিখব?

ভালোভাবে এসইও (SEO) শিখার জন্য দুই ধরনের উপায় রয়েছে। একটি হচ্ছে কোন অভীজ্ঞ ব্যক্তি নিকট হতে শিখে নেয়া এবং অন্যটি হচ্ছে অন-লাইন হতে ভালোমানের বিভিন্ন ব্লগ/ওয়েবসাইট হতে শেখা।

অনলাইন থেকে এসইও (SEO) শেখার জন্য প্রথমেই আপনাকে খুঁজে বের করতে হবে কোন সাইট গুলো ভাল কনটেন্ট দিয়ে থাকে।

আপনি যদি অল্প সময়ে এসইও (SEO) ভালোভাবে শিখতে চান তাহলে আপনাকে কোন আইটি প্রতিষ্ঠান শরণাপন্ন হতে হবে। আর যদি অনলাইন থেকে বিভিন্ন টিউটরিয়াল ওয়েবসাইট ভিজিট করে শিখতে চান, তাহলে আপনাকে একটু ধৈর্য্য ধরতে হবে।


বিভিন্ন ধরনের ভালো ইউটিউব চ্যানেল গুলো কে সাবস্ক্রাইব করে রাখুন। ব্লগ সাইট গুলো নিয়মিত ভিজিট করুন। এবং প্র্যাকটিস করুন আশা করি একটি ভাল ফলাফল পেয়ে যাবেন।


র্টিকেলটি পড়ে এসইও (SEO) সম্পর্কে ধারণা পেলে আর্টিকেলটি শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন, আপনারা কি ধরনের আর্টিকেল পড়তে চান কোমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

হোম এ ফিরে যেতে এখানে ক্লিক করুন

1 Comments

  1. আপনার লেখাটি ভাল লাগলো, বাংলাদেশে এসইও এক্সপার্টদের সম্পর্কে জানতে ভিজিট করুন।

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post