পড়াশোনার পাশাপাশি আয় করার সহজ উপায়

পড়াশোনার পাশাপাশি আয় করার সহজ উপায়

Hello বন্ধুরা,
আপনি কি পড়াশোনার পাশাপাশি আয় করার কথা ভাবছেন? তাহলে আপনি সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মা বাবার কাছ থেকে আর কতই বা শুধু চাইবেন। এবার আপনিও আয় করুন তাও আবার পরাশুনার পাশাপাশি। 

পড়াশোনার পাশাপাশি আয় করার সহজ উপায় কী? জানতে হলে আপনাকে একটু মনযোগ দিয়ে সম্পুর্ণ আর্টিকেল টি পরতে হবে।

তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, মনে রাখবেন আপনার অর্জিত জ্ঞান আপনাকে কখনই নিরাস করবে না। 


আয় করার সহজ উপায়

আয় করার সহজ উপায়  

পড়াশোনার পাশাপাশি আয় করার সহজ উপায়  

পড়াশোনার পাশাপাশি আয় করার সহজ উপায় কী?

আপনি যদি পড়াশোনার পাশাপাশি আয়  করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি কম্পিউটার কিনতে হবে। কারণ একজন ছাত্র এর পক্ষে বাইরে গিয়ে কাজ করা একটু কষ্টসাধ্য ব্যাপার এবং বাইরে  কাজ করলে পড়াশুনার ক্ষতি হতে পারে।

তাই আপনাদের কথা চিন্তা করে বাসায় বসে কম্পিউটারে কাজ করার মাধ্যমে আয় করা সম্ভব এমন কাজ গুলো নিয়ে আলোচনা করব। 

প্রথমেই বলেছি আপনাকে কম্পিউটার কিনতে হবে এবং কম্পিউটার ব্যবহার করতে জানতে হবে।

কম্পিউটার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে ইনকাম করা সম্ভব।

অনলাইনের মাধ্যমে কি কি সেবা প্রদান করে আয় করা যায়  তার একটি তালিকা নিচে দেয়া হলঃ

  1. গ্রাফিক্স ডিজাইন (Graphics design)
  2. ওয়েব ডিজাইন (Web design)
  3. ডিজিটাল মার্কেটিং (Digital marketing)
  4. ভিডিও এডিটিং (Video editing)
  5. কনটেন্ট রাইটিং (Content Writing)
  6. থ্রিডি ডিজাইনার (3D designer)
  7. সার্চ  ইঞ্জিন অপটিমাইজেশন (Search engine optimization)
  8. পডকাস্ট (Podcast)

মূলত এগুলো মেইন ক্যাটাগরির কাজ। এ ছাড়াও অসংখ্য সাব ক্যাটাগরিতে কাজ রয়েছে, কাজগুলো নিচে দেয়া হলঃ

  1. লোগো ডিজাইন (Logo design)
  2. টি-শার্ট ডিজাইন  (T-shirt design)
  3. বুসিয়ার ডিজাইন (Busier design)
  4. বিজনেস কার্ড ডিজাইন (Business card design)
  5. বিলবোর্ড ডিজাইন (Billboard design)
  6. প্লেকার্ড, ফেস্টুন, পোস্টার ডিজাইন (Placard, festoon, poster design)
  7. ফ্রন্ট এন্ড ডিজাইন (Front end design)
  8. অফ পেজ এসইও (Off page SEO)
  9. অনপেজ এসইও  (Onpage SEO)
  10. ওয়ার্ডপ্রেস ডেভেলপার (WordPress developer)
  11. থিম ডেভেলপমেন্ট (Theme development)
  12. প্লাগিন ডেভেলপমেন্ট (Plugin development)
  13. থ্রিডি ক্যারেক্টার ডিজাইন (3D character design)
  14. মোশন ডিজাইনার (Motion designer)
  15. ভোকাল এক্সপার্ট (Vocal Expert) 

উপরে বর্ণিত কাজগুলো ছাড়াও অসংখ্য কাজ রয়েছে। আপনি এগুলোর যেকোনো একটি কাজ ভালো ভাবে শিখে অনলাইনে পড়াশোনার পাশাপাশি আয় করতে পারেন।



পড়াশোনার পাশাপাশি আয় করার সহজ উপায় 





টিউশনি করে আয় বা ইনকাম করুনঃ

আপনি যদি কলেজে পড়াশোনা করেন অথবা ইউনিভার্সিটি তে পড়াশোনা করেন তাহলে আপনি কয়জনকে টিউশনি করিয়ে ইনকাম করতে পারেন। অথবা কোন কোচিং সেন্টারে পার্ট টাইম পড়াতে পারেন। ইনকামের পাশাপাশি আপনার শিক্ষার চর্চাটাও হতে থাকবে আর সেই সাথে পড়াশোনার পাশাপাশি আয় বা ইনকাম শুরু করতে পারবেন।

বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আয় বা ইনকামঃ

যদি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আমার পক্ষ থেকে এই টিপসটি।আপনি গুগল কে ব্যবহার করে একটি ফ্রি ব্লগ (Blog) সাইট বানিয়ে নিতে পারেন। এখন আপনি বিভিন্ন বিষয়ে এখানে লেখালেখি করে নিয়মিত পোস্ট করবেন। গুগোল আপনার  লেখাগুলোর ওপর ads দেখানোর মাধ্যমে আপনাকে একটি রেভিনিউ প্রদান করবে।

আপনি জানলে অবাক হবেন যে অনেকেই ব্লগিং কে ক্যারিয়ার হিসেবে নিয়েছে। কারণ তারা প্রতিমাসে এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারে। পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চাইলে এই কাজটি ও করতে পারেন।

ইউটিউব চ্যানেল বানিয়ে ইনকামঃ

অনলাইনে আয় করার সবচেয়ে সহজ পথ হচ্ছে ইউটিউব (Youtube), আপনি যে বিষয়ে পড়াশুনা করছেন সে বিষয়ে একটি ইউটিউব চ্যানেল বানিয়ে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। আপনার ভিউয়ার রা নানা ধরনের প্রশ্ন করবে, সেই সব প্রশ্ন নিয়ে আপনি যখন রিসার্চ করে শুরু করবেন আপনি তখন আরো অনেক বেশি জানতে পারবেন। 


এভাবে আপনি একজন সফল ইউটিউবার পরিণত হতে পারে। এবং পড়াশুনার পাশাপাশি বাড়তি আয় বা ইনকাম করতে পারবেন। আপনার পড়াশোনার পাশাপাশি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন এই ইনকাম দিয়ে। 

ফেসবুক পেজ বানিয়ে আয় বা ইনকামঃ

আপনি যে বিষয়ে পড়াশুনা করছেন সে বিষয়ে একটি ফেসবুক পেজ বানিয়ে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারেন। অনেক লোক রয়েছে যারা ফেসবুকে ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করার মাধ্যমে ভিডিওতে এড শো করাতে পারে। আর আপনার ভিডিওতে বিজ্ঞাপন মানে আপনার পকেটের টাকা আসা। 


আপনি চাইলে একই সঙ্গে দুটি কাজ করতে পারেন। ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড। 


 ইভেন্ট ম্যানেজমেন্ট করে ইনকামঃ

দেশের আনাচে-কানাচে নানা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড প্রোমোশনের কাজে নিয়োজিত। আপনি যদি এসব কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে তাদের কাজগুলো করে দিতে পারেন তাহলে তারা আপনাকে একটি ভালো অর্থ প্রদান করবে সেই কাজগুলোর বিনিময়। পাশাপাশি আপনার অনেক দক্ষতা অর্জন হবে তাদের সঙ্গে কাজ করতে করতে। এক সময় আপনি নিজেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে বসতে পারেন ।

আপনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলবেন কি খুলবেন না সেটা আপনার বিষয়। কিন্তু এইসব ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাছে যারা নিয়োজিত থাকে তাদের ভালো অভিজ্ঞতা হয়ে যায়। তারা পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারে, এবং ভবিষ্যতের জন্য চাকরির ক্ষেত্রে তাদের সুবিধা হয়।

পুরাতন মোবাইল কম্পিউটার বেচা-কেনা করে বাড়তি আয়ঃ

এই কাজটি করতে আপনাকে, একটু চালাক হতে হবে। কিন্তু কাজ টি করলে আপনি লাভোবান হবেন। আপনার এলাকায় বা পরিচিত কেউ বিপদে পরে তার ব্যবহৃত মোবাইল বা ল্যাপটপ বিক্রি করলে আপনি সেগুলো কিনে, পরে বেশি দামে বিক্রি করতে পারেন। অবশ্যই কেনার আগে ভালো করে যাচাই-বাছাই করে কিনতে হবে, তা না হলে দেখা গেছে লাভ করতে গিয়ে লস করে ফেলেছেন 😀

ছবি অঙ্কন করে আয় বা ইনকামঃ

আপনি কি ভালো ছবি অঙ্কন করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের ছবি আঁকাআঁকি করে বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইটগুলোতে সেল দিতে পারেন। 

এছাড়াও ফেসবুকে আপনি একটি পেজ বানাতে পারে। এখান থেকে আপনার ছবিগুলো কি বিক্রি করতে পারেন। আপনার ছবি গুলো কিভাবে আঁকেন তার ভিডিও বানিয়ে ইউটিউব এ আপলোড করে ও একটি ইউটিউব চ্যানেল বানাতে পারেন।

ছবি তুলে আয় বা ইনকামঃ

আপনার যদি একটি ভালো মানের ক্যামেরা থাকে তাহলে সেটিকে কাজে লাগিয়ে আপনার আসে পাশের সুন্দর দৃশর ছবি তুলে বিভিন্ন ওয়েব সাইটে বিক্রি করতে পারেন। তা ছাড়া মানুষ, গাছপালা, ফুল, বিভিন্ন প্রাণী ইত্যাদি ছবি ও তুলতে পারেন।

এছাড়া বিভিন্ন বিয়েবাড়ী জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের প্রফেশনাল ফটোগ্রাফার দের হায়ার করে ছবি তোলা হয়। আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি এই কাজটি করে ইনকাম করতে পারেন।

এফিলিয়েট মার্কেটিং করে ইনকামঃ

এফিলিয়েট মার্কেটিং করেও তুমি তোমার পড়াশুনার পাশাপাশি আয় করতে পারো। অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য তাদের পণ্যগুলোকে ব্যবহার করতে পারবেন। সেইসব এফেলিয়েট প্রোডাক্টগুলো আপনার ফেসবুক, পেজ আপনার পার্সোনাল ওয়েবসাইট ইত্যাদি জায়গায় এফিলিয়েট এর মাধ্যমে ইনকাম করতে পারেন।

সেলস প্রতিনিধি  হয়ে ইনকামঃ


দেশের সর্বত্র বড় বড় শহরগুলোতে আজকাল অনেক দোকানে বা সুপার শপে অনেক সেলস পারসন দরকার হয়। আপনি কি পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি একজন প্রতিনিধি হয়ে কাজ করতে পারেন।



আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে নিচের দেয়া লিঙ্ক এ ক্লিক করে পড়ে নিতে পারেন, 

বন্ধুরা এই ছিল পড়াশোনার পাশাপাশি আয় বা ইনকাম নিয়ে সহজ কিছু আইডিয়া।আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

হোম এ ফিরে যেতে এখানে ক্লিক করুন
Post a Comment (0)
Previous Post Next Post