কি আছে iPhone 6 Plus এ?

 কি আছে iPhone 6 Plus এ?

iPhone 6 Plus লঞ্চ হয়েছিল 2014 সালে। লঞ্চ হওয়ার পরে  iPhone 6 Plus বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়। এমন কি আছে iPhone 6 Plus এ? যে এত জনপ্রিয়তা পেয়েছিল।

iPhone 6 Plus

কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে, এই এই ফোন টি সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল আবার অপরদিকে এই ফোনটিতে অভিযোগ ছিল সবচেয়ে বেশি।

সে সব থাক এবার জেনে নেয়া যাক iPhone 6 Plus এর ফিচারগুলোঃ-

iPhone 6 Plus এর ডিসপ্লে-

  • Type- IPS LCD
  • Size- 5.5 inches, 83.4 cm2 (~ 67.8% screen-to-body ratio)
  • Resolution- 1080 x 1920 pixels, 16: 9 ratio (~ 401 ppi density)
  • Protection- Ion-strengthened glass, oleophobic coating

iPhone 6 Plus এর বডি-

  • Dimensions- 158.1 x 77.8 x 7.1 mm (6.22 x 3.06 x 0.28 in)
  • Weight- 172 g (6.07 oz)
  • Build- Glass front (Gorilla Glass), aluminum back, aluminum frame
  • SIM- Nano-SIM
Apple Pay (Visa, MasterCard, AMEX certified)

iPhone 6 Plus এর সেন্সর-

  • Fingerprint (Front-Mounted), Accelerometer, Zero, Proximity, Compass, Barometer
  • Siri natural language commands and dictation

iPhone 6 Plus এর ব্যাটারি-

  • Type- Li-P 2915M, non-removable (Ga.1ho)
  • Stand-up- sub 364 h (3g)
  • Talk time- up to 24 h (3g)

iPhone 6 Plus এর মেইন ক্যামেরা-

  • Single- 8 MP, f / 2.2, 29mm (standard), 1/3 ", 1.5µm, PDAF, OIS
  • Features- Dual-LED dual-tone flash, HDR
  • Video- 1080p, 60fps, 720p,240fps

iPhone 6 Plus এর সেলফি ক্যামেরা-

  • Single- 1.2MP, F / 2.2, 31MP (Standard)
  • Features- Face Detection, HDR, Fastime Over Wi-Fi or Cellular
  • Video- 720p, 30 fps

কি আছে iPhone 6 Plus এ?

iPhone 6 Plus এর COMMS-

  1. WLAN- Wi-Fi 802.11, dual-band, hotspot
  2. Bluetooth- 4.0, A2DP
  3. GPS- Yes, with A-GPS, GLONASS
  4. USB- Lightning, USB 2.0

iPhone 6 Plus এর অসুবিধা গুলো

  1. অনেক সময় ক্যামেরা বন্ধ হয়ে যায়, ডিসপ্লে বন্ধ হয়ে যায়।
  2. এই ফোনটি ডিউরেবল নয়।

iPhone 6 Plus এর সুবিধা গুলো

বন্ধুরা আপনারা সবাই জানেন যে আইফোন(iPhoneসিকিউরিটি সিস্টেম এর জন্য সবচেয়ে জনপ্রিয়। তাই আপনাকে সিকিউরিটি সিস্টেম নিয়ে ভাবতে হবেনা অটোমেটিকলি আপডেট হতে থাকবে। iPhone 6 Plus এ ও সিকিউরিটির কোন ব্যতিক্রম হবে না।

এছাড়া সেই সময়ে এই ফোনটির অ্যাট্রেক্টিভ লুক এবং মেটাল বডির জন্য ও iPhone 6 Plus ফোনটি জনপ্রিয়তা পেয়েছিল।

আর ও পড়তে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন-

বন্ধুরা এই ছিল, কি আছে iPhone 6 Plus এ? নিয়ে আর্টিকেল, যদি আর্টিকেলটি পড়ে ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Post a Comment (0)
Previous Post Next Post