এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ টিপস

এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষার্থী জন্য গুরুত্বপূর্ণ টিপস

প্রিয়, শিক্ষার্থী ভাই-বোন, পরীক্ষা-পরীক্ষা-পরীক্ষা কথাটি শুনলেই গাঁ ছমছম করে ওঠে।কিন্তু কি আর করার ভবিষ্যতকে উজ্জ্বল করার জন্য আরো যে কত পরীক্ষা দিতে হবে তা হয়তো আমাদের জানা নেই। যাই হোক সে সব কথা থাক, তাই হাজির হলাম এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে।

আশা করছি পরীক্ষার আগ মুহূর্তে টিপসগুলো কে স্মরণ করলে তোমাদের পরীক্ষা গুলো ভালো হতে পারে।

SSC HSC পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ টিপস

SSC, HSC পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ টিপস


পরীক্ষার আগে যে সমস্ত বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে-

  1. আগামীকাল কি পরীক্ষা আছে রুটিনের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেয়া।
  2. তোমার পরীক্ষার প্রয়োজনীয় উপকরন গুলো ঠিকঠাক আছে কিনা চেক করা।
  3. তুমি পরীক্ষা কেন্দ্রে কিভাবে যাবে তা আগে থেকে পরিকল্পনা করা।
  4. পরীক্ষার আগের দিন রাতে বেশি রাত জেগে পড়া উচিত নয়, প্রয়োজনে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ভোরের দিকে ঘুম থেকে ওঠে রিভিশন দেয়া।
  5. পরীক্ষাকেন্দ্রে কমপক্ষে আধা ঘন্টা আগে উপস্থিত থাকা।
এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ টিপস

পরীক্ষার সময় যে সমস্ত বিষয় গুলো খুব সতর্কতার সাথে করতে হবে সেগুলো হচ্ছে-

  • সতর্কতার সাথে নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বৃত্ত ভরাট করা / লেখা।
  • এক নজরে পরীক্ষার প্রশ্নপত্র দেখে নেয়া এবং মার্কিং করা, কোন প্রশ্নগুলো তোমার জন্য সহজ এবং সেগুলো পর্যায়ক্রমে লিখতে শুরু করা।
  • যতটা সম্ভব পরীক্ষার খাতা স্পষ্ট এবং পরিষ্কারভাবে লেখা।
  • কোন বানান ভুল হলে একটানে কেটে দেয়া।
  • পরীক্ষার খাতায় কোন প্রশ্নের উত্তর ছেড়ে আসা একেবারেই বোকামি, যতটুকু পারা যায় সবগুলো প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করা, এতে করে যেই শিক্ষক আপনার পরীক্ষার খাতা টি মূল্যায়ন করবে তিনি কিছুটা হলেও মার্ক দেয়ার জায়গা পাবে।
  • অতিরিক্ত পৃষ্ঠাগুলো কে ভালোভাবে নাম্বারিং করা এবং স্ট্যাপলার করা।
  • পরীক্ষার খাতা জমা দেয়ার আগে একবার ভালোভাবে রিভিশন দেয়া।

আর হ্যাঁ তোমরা কখনই পরীক্ষাকে ভয় পাবানা। পৃথিবীর সবাইকে পরীক্ষা দিতে হয়। সেটা হোক পরীক্ষা কেন্দ্রে গিয়ে অথবা জীবন চলার পথে, পরীক্ষা আসবেই পরীক্ষা দিতে হবে।

নেপোলিয়নের প্রখ্যাত উক্তিটি কি তোমাদের মনে আছে? 

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব।

আর আমরা কতবার পড়েছি শিক্ষাই জাতির মেরুদন্ড। হ্যাঁ বন্ধুরা তোমাদের ইন্সপায়ার করার জন্য এসব কথা আবার স্মরণ করিয়ে দিলাম। শিক্ষার কোন বিকল্প নেই' নিজে শিখি অন্যকে শেখাও এই হোক আমাদের অঙ্গীকার।

তোমাদের সবার জন্য আমার শুভকামনা রইল তোমাদের পরীক্ষা ভালো হোক এবং ভালো ফলাফল নিয়ে ইউনিভার্সিটি এবং অন্যান্য পর্যায়ে অগ্রসর হতে পারো।

জনপ্রিয় পোস্টগুলো পড়ুন-

বন্ধুরা এই ছিল এসএসসি (SSC) এবং এইচএসসি (HSC) পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ টিপস। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

1 Comments

  1. bai apnar sate contract korte chai . APNAR IMO NUMBER TA DAN

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post