রাডার(RADAR) কি?

রাডার(RADAR) কি? 

রাডার কি? প্রযুক্তি দিন দিন মানুষের কাজকে আরো সহজ করেই করেছে।  হ্যালো প্রযুক্তি প্রেমী বন্ধুরা আজকে আমি আপনাদের জানাতে চলেছি রাডার(RADAR) নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর। 


বস্তুর অবস্থান, উচ্চতা, দূরত্ব, দিক বা দ্রুতি নির্ণয় করতে বহুল ব্যবহৃত একটি আধুনিক ডিটেকশন ব্যবস্থার নাম রাডার(RADAR) ডিটেকশন সিস্টেম। 

রাডার(RADAR) কি? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি যে বিষয় গুলো জানতে পারবেন তা হচ্ছে-

  1. রাডার(RADAR) কি?
  2. রাডার(RADAR)কে কত সালে আবিষ্কার করেন?
  3. RADAR এর পূর্ণ অর্থ কি ?
  4. রাডার(RADAR) কত প্রকার?
  5. রাডার(RADAR)কোথায় কোথায় ব্যবহৃত হয়?
  6. বাংলাদেশের রাডার(RADAR) স্টেশন কয়টি কোথায় ?
  7. কোন কোন কোম্পানিগুলো এই রাডার(RADAR) সিস্টেম ডেভেলপ করে থাকে?

তাহলে চুলুন জেনে নেই সকল প্রশ্নের উত্তর। আর আমাদের তথ্য ভান্ডারে যুক্ত করি রাডার(RADAR) সম্পর্কে আর ও নতুন কিছু তথ্য। 

রাডার(RADAR) কি?

রাডার(RADER) এমন একটি যন্ত্র বিশেষ যা চম্বুক তরঙ্গ ব্যবহার করে দূরের বস্তুর আকার ,উপস্তিতি ,এবং ওই বস্তু সম্পর্কে বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহ করতে পারে 

রাডার(RADAR) কে কত সালে আবিষ্কার করেন? 

এএইচ টেলর এবং লিও সি 1922 সালে রাডার আবিষ্কার করেন। 

RADAR এর পূর্ণ অর্থ কি ?

রাডার(Radar) শব্দের পূর্ণরূপ হচ্ছে Radio Detection and Ranging.

রাডার(RADAR) কত প্রকার?

বিভিন্ন ধরণের কাজের জন্য বিভিন্ন ধরণের রাডার সিস্টেম(Rader System) ব্যবহার করা হয়ে থাকে। নিচে কয়েকটি রাডার সিস্টেম নাম দেওয়া হলো :

  • ইন্সটুমেন্ট রাডার সিস্টেম (Instrumentation radar System )
  • ম্যাপিং রাডার (Mapping radar System )
  • নেভিগেশনাল রাডার (Navigational radars System )
  • বিস্ট্যাটিক রাডার (Bistatic radar System )
  • আবহাওয়া রাডার (Weather radars System )

রাডার(RADAR)কোথায় কোথায় ব্যবহৃত হয়?

বর্তমান প্রযুক্তি এতটাই আধুনিক যে একই ডিভাইস এ একাধিক সুবিধা পেতে বিভিন্ন ধরণের সেন্সর , কম্পোনেন্ট প্যবহার করা হয়। তাই এখন আগের তুলনায় রাডারের(RADAR) ব্যবহার বেড়ে গেছে।  

  • শত্রু বিমান খুঁজে বের করতে রাডার ব্যবহার করা হয় ।
  • আক্রমণাত্মক ও রক্ষণাত্মক যুদ্ধান্ত্রের সঠিক নিয়ন্ত্রণে রাডার ব্যবহৃত হয়।
  • মিশাইল ব্যবস্থাকে ব্যবহারের নির্দেশনা ও আদেশ দানে ব্যবহৃত হয় ।
  • বিমান চলাচল নিয়ন্ত্রনে রাডার ব্যবহার করা হয়।
  • সামুদ্রিক জাহাজ নিয়ন্ত্রণ ও সমুদ্র বন্দরের নিকট জাহাজের গতি নিয়ন্ত্রণ এ রাডার ব্যবহার করা হয় ।
  • মহাআকাশ যান(রকেট ) উঠা-নামা নিয়ন্ত্রণ করা হয় ।
  • মহাআকাশ গবেষনায় রাডার ব্যবহার করা হয়।
  • প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ইত্যাদির পূর্বাভাস পাওয়ার ক্ষত্রে রাডার ব্যাবহার করা হয়।
  • ছোট পরিসরে ইলেকট্রনিক চক্ষু হিসেবে রাডারকে ব্যবহার করা ।

বাংলাদেশের রাডার(RADAR) স্টেশন কয়টি কোথায় ?

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ও পিছিয়ে নেই। বর্তমানে বাংলাদেশে মোট ৫ টি রাডার(RADAR ) স্টেশন আছে। দেশের সর্ব বৃহৎ রাডার স্টেশনটি কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের পাশে অবস্থিত। 

১৯৬৯ সালে সুইডিশ শিশুকল্যাণ সংস্থা(Swedish Child Welfare Organization ) ও রেডক্রিসেন্ট সোসাইটির(Red Crescent Society) সহযোগিতায় কক্সবাজার এ রাডার স্টেশনটি(RADAR Station) স্থাপন করা হয়। 

এই রাডার(RADAR) স্টেশনটি সমতল ভূমি থেকে প্রায় ৬০ ফুট উচুঁ পাহাড়ের চূঁড়ায় প্রায় ৯৯ ফুট উচ্চতা বিশিষ্ট ভবনের উপর রাডারটি স্থাপন করা হয়।

কোন কোন কোম্পানিগুলো এই রাডার(RADAR) সিস্টেম ডেভেলপ করে থাকে?

বর্তমানে উন্নত মানের রাডার(RADAR) সিস্টেম তৈরিতে খ্যতি অর্জন করে চলেছে এমন ৫টি মেনুফেকচারিং কোম্পানির নাম নিচে দেওয়া হলো :

  • সাব এবি(Saab AB)
  • এয়ারবাস S.A.S.(Airbus S.A.S.)
  • নর্থরপ গ্রুম্যান(Northrop Grumman)
  • রেথিয়ন টেকনোলজিস কর্পোরেশন(Raytheon Technologies Corporation)
  • থ্যালেস গ্রুপ(Thales Group)

আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !


বন্ধুরা এই ছিল রাডার(RADAR) নিয়ে আর্টিকেল আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন



Post a Comment (0)
Previous Post Next Post