IELTS কি?

    IELTS কি?

      ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ আইএলটিএস (IELTS)।বাইরের দেশে উচ্চশিক্ষা যেমন স্নাতকোত্তর এবং ইমিগ্রেশন, চাকরি-ব্যবসা ইত্যাদি উদ্দেশ্যে যেতে চাইলে আইএলটিএস(IELTS) এর প্রয়োজন হয়। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে আইএলটিএস(IELTS) লাগে।

      IELTS কি?


      সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি আইএলটিএস(IELTS) সম্পর্কে সে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তা একনজরে দেখে নিই।

      • IELTS  কি?
      • IELTS এর পূর্ণরূপ কি?
      • IELTS করতে কি যোগ্যতা লাগে?
      • IELTS কি কি কাজে লাগে?
      • IELTS পরীক্ষা কেন দিবেন?
      • IELTS করে লাভ কি?
      • আইএলটিএস(IELTS) কয় ধরণের হয়ে থাকে?
      • আইএলটিএস(IELTS) এর জন্য কি কি English Grammar শেখা দরকার?
      • IELTS পরীক্ষর পদ্ধতি?
      • IELTS এর ফলাফল কতদিন পর দেয়?

      IELTS কি?

      IELTS এর পূর্ণরূপ কি?

      IELTS এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম(International English Language Testing System)

      IELTS করতে কি যোগ্যতা লাগে?

      আইএলটিএস(IELTS) Exam দেওয়ার জন্যে নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, তবে আপনি ১৬ বছর বা তার বেশি বয়সী হলেই আইএলটিএস(IELTS) Exam এ অংশগ্রহণ করতে পারবেন। 

      আইএলটিএস(IELTS) এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে, একবার আইএলটিএস(IELTS) এর অংশগ্রহণ করার পর সেই পরীক্ষার সার্টিফিকেটের মেয়াদ দুই বছর হয়ে থাকে। 

      IELTS কি কি কাজে লাগে?

      সাধারণত দেশের বাইরে অর্থাৎ বিদেশে গমন কালে আইএলটিএস(IELTS) এর প্রয়োজন পরে। 

      • ইমিগ্রেশন;
      • দেশের বাইরে উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য।
      • চাকুরি/ব্যবসা ইত্যাদির উদ্দেশ্যে দেশের বাইরে যেতে চাইলে। 

      IELTS পরীক্ষা কেন দিবেন?

      আইএলটিএস(IELTS) পরীক্ষার দিয়ে আপনি আপনার ইংরেজী ভাষার দক্ষতা প্রমাণ করতে পারেন, যে আপনি ইংরেজিতে লিখতে(write),পড়তে (read) ,বলতে(speak),শুনতে(listen) এবং অন্যের ইংলিশ ভাষা শুনে বুঝতে পারেন।

      এ ছাড়া নিজের দেশেও আরো ভালো চাকরী বা পদোন্নতি পেতে আইএলটিএস(IELTS) পরীক্ষা দিতে পারেন। 

      IELTS করে লাভ কি?

      আপনার যদি বিদেশে বসবাস করার ইচ্ছা থাকে আইএলটিএস(IELTS) তাহলে আপনার জন্যে।অনেকেই বলে থাকে আইএলটিএস(IELTS) করে কি লাভ হবে আমার। তাদের জন্যই বলতে চাই শুধু যে বিদেশে উচ্চশিক্ষা বা বসবাস এর জন্যই আইএলটিএস(IELTS) করতে হবে তা কিন্তু নয়।

      আইএলটিএস(IELTS) পরীক্ষার দিয়ে আপনি আপনার ইংরেজী ভাষার দক্ষতা প্রমাণ করতে পারেন। 

      আইএলটিএস(IELTS) কয় ধরণের হয়ে থাকে?

      আইএলটিএস(IELTS) পরীক্ষা দুই ধরনের হয়ে থাকে-

      • একাডেমিক(Academic)এবং;
      • জেনারেল ট্রেনিং(General training)

      IELTS পরীক্ষর পদ্ধতি?

      আইএলটিএস(IELTS) পরীক্ষা দিতে আগ্রহী বন্ধুরা আইএলটিএস(IELTS) পরীক্ষা দিতে ইচ্ছুক আর এই পরীক্ষা কিভাবে হয় তা না জানলে তো হবে না। তাহলে চলেন জেনে নিই কি ভাবে আইএলটিএস(IELTS)পরীক্ষা সম্পূর্ণ হয়। 

      আইএলটিএস(IELTS) পরীক্ষা ৩টি ধাপে সমূর্ণ হয় :

      • স্টেপ ১- পরীক্ষার্থীকে কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যেমন: পরিবার, পড়াশোনা, কাজ, বন্ধু ইত্যাদি।
      • স্টেপ ২- নির্দিষ্ট বিষয়ে পরীক্ষার্থীকে দুই থেকে তিন মিনিট কথা বলতে হয়।
      • স্টেপ ৩- চার থেকে পাঁচ মিনিটের জন্য পরীক্ষকের সঙ্গে কোনো নির্দিষ্ট বিষয়ে কথোপকথন চালাতে হয়।

      IELTS এর ফলাফল কতদিন পর দেয়?

      বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এর ওয়েবসাইট থেকে পাওয়া যায় যে , আইএলটিএস(IELTS) পরীক্ষা সম্পূর্ণ হওয়ার চার সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ফলাফল প্রকাশিত করা হয়। 

      যদি কোনো আইএলটিএস(IELTS) পরীক্ষার ফল এর মধ্যে প্রকাশিত না হয় তাহলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত করা হয়।

      যদি একজন পরীক্ষার্থী আইএলটিএস(IELTS) পরীক্ষায় পাস করে থাকে তাহলে ফলাফল প্রকাশের দুই মাস পরে সার্টিফকেট প্রদান করা হয়। 

      আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !


      বন্ধুরা এই ছিল IELTS নিয়ে আর্টিকেলআর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

      আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

      Post a Comment (0)
      Previous Post Next Post