BTS কি?

বর্তমানে মোবাইল ফোন ব্যহারকারী সংখা ১৬ কোটি ৫৫ লাখ (প্রায়)। বিটিআরসির(BTRC) এর তথ্য অনুযায়ী গ্রামীণফোন এর গ্রাহক ৭ কোটি ৬৪ লাখ, রবি এর ৪ কোটি ৯০ লাখ, টেলিটোক ৪৮ লাখ ৬৪ হাজার।

BTS কি
BTS কি?

আজকের এই Article এ আপনাদের Telecommunication এর আদ্যোপান্ত জানাতে চলেছি।

তাই সবার আগে জানবো Telecommunication এ BTS কি?

BTS কি?

নেটওয়ার্কিং অথবা টেলিকমিউনিকেশন এ BTS এর পূর্ণ অর্থ হলো Base transceiver station. 

বিটিএস(BTS) মোবাইল ডিভাইসগুলিকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে যাতে এক মোবাইল(Mobile) থেকে সিগন্যাল বা ডাটা(Data) পাঠাতে পারে এবং সিগন্যাল বা ডাটা গ্রহণ করতে পারে। 

BTS  কি কি ডিভাইস থাকে?

একটি Base transceiver station(BTS) এ যে সমস্ত ডিভাইস গুলো থাকে সে ডিভাইস গুলোকে দুইটি ভাগে ভাগ করা যেতে পারে। 

যে ডিভাইস গুলো টাওয়ার এ থাকে সেগুলোকে আউট ডোর (Out Door)  এবং যে ডিভাইস গুলো BTS রুম এর মধ্যে থাকে সে ডিভাইস গুলোকে ইনডোর(In Door) ডিভাইস।

আউট ডোর (Out Door) যন্ত্রপাতি/ডিভাইস গুলো থাকে হচ্ছে-

  • GSM Antenna;
  • Microwave Antenna with ODU;
  • RRU;
  • Feeder Clamp;
  • Cluster Jumper;
  • RRU Power Cable;
  • CPRI cable;
  • IF Cable;
  • RET Cable;
  • GND Cable.
নডোর(In Door) যন্ত্রপাতি/ডিভাইস গুলো থাকে হচ্ছে-
  • Rectifier;
  • TX Bar;(ex. Widget Mulder)
  • DCDU;(DC Distribution Unit)
  • BBU(ex. UBBp,UMPT);
  • IDU(ex. RTN/NEC/ZTE);
  • EMU;(Alarm Unit)
  • Router(ATN);
  • RRU Power Cable;
  • CPRI cable;
  • IF Cable;
  • GND Cable;
  • BTS Cabinet;
  • Rectifier Cabinet;
  • DB Board;
  • Battery;
  • ladder;
বি:দ্রঃ একটি Base transceiver station(BTS) এ এসি সাপ্লাই  এবং ডিসি সাপ্লাই উভয়ই এর ব্যবস্তা থাকে। এবং BTS এ সকল ডিভাইস ৪৮ ভোল্ট ডিসি কারেন্ট দিয়ে অপারেট করা হয়। 

আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !


বন্ধুরা এই ছিল BTS কি? নিয়ে আর্টিকেলআর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Post a Comment (0)
Previous Post Next Post