PLC কি? PLC কত প্রকার ও কি কি?

PLC কি? PLC প্রকার ও কি কি?

PLC কি? PLC কত প্রকার ও কি কি? বহুল ব্যবহৃত একটি ইলেকট্রিক্যাল ডিভাইস বা যন্ত্র বিশেষ যার দ্বারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়ে থাকে যন্ত্রটির নাম হচ্ছে PLC (PROGRAMMABLE LOGIC CONTROLLER)

PLC কি?

আশা করি আজকের এই পোস্ট টি সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং যারা PLC সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের সাহায্য করবে। 

PLC (PROGRAMMABLE LOGIC CONTROLLER) নিয়ে যেসব তথ্য জানবো সেগুলো নিচে দেওয়া হলঃ 

  1. PLC কি? 
  2. PLC কত প্রকার ও কি কি?
  3. পি এল সি(PLC) কিভাবে কাজ করে?
  4. পিএলসির ইনপুট প্রধানত কত প্রকার ও কি কি ?
  5. পি এল সি (PLC) তে কয় ধরনের টাইমার থাকে এবং এদের প্রকারভেদ গুলো কি কি?
  6. পিএলসি (PLC) কি কাজে ব্যবহার করা হয়?
  7. লেডার ডায়াগ্রাম কি?
  8. পিএলসি জনপ্রিয় ব্র্যান্ড গুলোর কি কি?
  9. পিএলসি (PLC) কেন শিখব?

PLC কি? PLC প্রকার ও কি কি?

PLC কি? 

পিএলসি (PLC) যার পূর্ণ অর্থ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (Programmable Logic Controller). মূলত পিএলসি (PLC) একটি ডিজিটাল কম্পিউটার যা ইলেক্ট্রোমেকানিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাক্টরিতে যন্ত্রপাতি অ্যাসেম্বল, নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। 

নিচের ছবিতে কয়েকটি পিএলসি (PLC) ছবি দেখা যাচ্ছে-


পিএলসি (PLC) ছবি

PLC কত প্রকার ও কি কি?

PLC কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়:-

  • ম্যানুফ্যাকচারিং কোম্পানির উপর ভিত্তি করে।
  • কাজের ধরন অনুযায়ী।
  • আউটপুটের ধরন অনুযায়ী।

পি এল সি(PLC) কিভাবে কাজ করে?

PLC মূলত একটি খুব সহজ উপায়ে কাজ করে, যেমন প্রথম ধাপে INPUT সংকেত দেওয়া এবং অন্যান্য ডিভাইসগুলি প্রক্রিয়াকরণ বা নিয়ন্ত্রণ করার পরে আউটপুট প্রদর্শন করা।

পি এল সি(PLC) কিভাবে কাজ করে?

পিএলসির ইনপুট প্রধানত কত প্রকার ও কি কি ?

সাধারণত পিএলসির(PLC) ইনপুট দুই ধরনের হয়ে থাকে। 

  • ডিজিটাল ইনপুট
  • এনালগ ইনপুট

পিএলসির(PLC) ডিজিটাল ইনপুট দুই ধরনের হয়ে থাকে,

  • ২৪০ ভোল্ট DC 
  • ২২০ ভোল্ট AC

পিএলসি(PLC) এনালগ সিগন্যাল ৪ ধরনের হয়ে থাকে,

  • 0 টু 10 ভোল্ট DC
  • 4 টু 20 মিলি এম্পিয়ার
  • আর টি ডি (RTD)
  • থারমোকাপল (Thermocouple)

পি এল সি (PLC) তে কয় ধরনের টাইমার থাকে এবং এদের প্রকারভেদ গুলো কি কি?

PLC তে সাধারণত দুই ধরনের টাইমার রয়েছে, টাইমার গুলো হচ্ছে -

  • সাধারণ টাইমার(Ordinary timer)
  • রিটেনটিভ টাইমার(Retentive timer)

টাইমারগুলির সময় বিলম্ব ভিন্ন হতে পারে, যেমন: - 1 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড এবং 100 মিলি সেকেন্ড টাইমার৷

পিএলসি (PLC) কি কাজে ব্যবহার করা হয়?

বর্তমান যুগ প্রযুক্তির যুগ, তাই প্রযুক্তির ছোঁয়া সর্বত্র বিদ্যমান৷ উৎপাদনমুখী কল কারখানাগুলোতে সব থেকে ব্যবহৃত হয়ে থাকে পিএলসি(PLC) অর্থাৎ অটোমেটিক কন্ট্রোল সিস্টেম অথবা অটোমেশন(Automation) সিস্টেম৷ 

নিচে উল্লেখযোগ্য কয়েকটি কাজের বিবরণ দেয়া হলো:

  • অ্যাসেম্বলি লাইন(Assembly line)
  • এমিউসমেন্ট রাইডস বা লাইট ফিক্সচার(Amusement rides or light fixtures)
  • নিয়ন্ত্রণ হিসাবে(Controller)
  • হোম অটোমেশন
  • নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন

লেডার ডায়াগ্রাম কি?

পাঁচ ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মাধ্যমে পি এল সি(PLC) প্রোগ্রাম লেখা যায়। Ladder Diagram সবচেয়ে বেশী জন্যপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কারন, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আমরা রিলের এবং সুইচ সম্বলিত ইলেক্টিক্যাল সার্কিট এর ডায়াগ্রাম খুব ভালভাবে বুজতে পারি। 

পিএলসি(PLC) জনপ্রিয় ব্র্যান্ড গুলোর কি কি?

বর্তমানে বিভিন্ন প্রমোশনাল পিএলসি (PLC) এর চাহিদা বাড়ছে, যেসব শিল্প পিএলসি (PLC) এবং পিএলসি তৈরি করে না তারা সম্পূর্ণভাবে শুরু হয়েছে। তাই এখন আপনি বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি দেখতে পাবেন।

তবে যেসব ব্র্যান্ডগুলো জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে সেগুলো একটি তালিকা নিচে দেয়া হল:-

  • সিমেন্স (Siemens)
  • টশিবা (Toshiba)
  • এলজি (LG)
  • ডেল্টা পি এল সি (Delta PLC)
  • ফুজি (Fuji)
  • মিটসুবিশি (Mitsubishi)
  • মেডিকন (Medicon)

পিএলসি (PLC) কেন শিখব?

একজন ইঞ্জিনিয়ার(Engineer) হিসেবে আপনাকে অবশ্যই PLC সম্পর্কে ভালোভাবে জানতে হবে।  কারণ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কোন ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে ফ্যাক্টরির(Factory) সকল মেশিনের দায়িত্ব আপনার উপর থাকবে আর মেশিন যদি চলে তাহলে নষ্ট অবশ্যই হবে এবং PLC ও সমস্যা হতে পারে তাই সেগুলো ঠিক করতে হলে পিএলসি (PLC) সম্পর্কে আপনাকে অভিজ্ঞ হতে হবে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিএলসি(PLC) একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা স্বয়ংক্রিয় মেশিনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। 

আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !

বন্ধুরা এই ছিল PLC কি? PLC কত প্রকার ও কি কি? নিয়ে আর্টিকেলআর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Post a Comment (0)
Previous Post Next Post