ফেসবুক(Facebook) থেকে টাকা ইনকাম।

ফেসবুক(Facebook) থেকে টাকা ইনকাম। 

ফেসবুক(Facebook) থেকে টাকা ইনকাম করা যায় আমরা হয়তো অনেকেই জানি। আর আপনিও ফেসবুক(Facebook)  থেকে টাকা আয় করে স্বাবলম্বী হতে পারেন সেটা কি জানেন? না জানলে প্রবলেম নেই কেননা আজকের আর্টিকেলটি আপনি সম্পূর্ণ পড়লে আমি নিশ্চিত ভাবে বলতে পারি ফেসবুক(Facebook) থেকে টাকা আয় করার সবচেয়ে সেরা মাধ্যমে জানতে পারবেন।

আজকের আর্টিকেলটি  শুধুমাত্র ফেসবুক(Facebook) পেইজের মাধ্যমে কিভাবে টাকা আয় করবেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না,ফেসবুক(Facebook)  থেকে কোন কোন মাধ্যমে ইনকাম করা যায় সেইসব মাধ্যমগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করব।


ফেসবুক(Facebook) থেকে টাকা ইনকাম 


ফেসবুক(Facebook) থেকে ইনকাম নিয়ে আজকে যে সমস্ত প্রশ্নের উত্তর গুলো এই আর্টিকেলের মধ্যে কাভার করা হয়েছে সেগুলো হচ্ছে-

  1. ফেসবুক(Facebook) থেকে কিভাবে আয় করে?
  2. ফেসবুক(Facebook) থেকে কত টাকা আয় করা যায়?
  3. ফেসবুকে(Facebook) কত ভিউ কত টাকা?
  4. মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করা যাবে কি না ?
  5. ফেসবুক(Facebook) থেকে কত ভাবে ইনকাম করা যায়?
  6. ফেসবুক(Facebook) থেকে ইনকাম এর টাকা কিভাবে পাব?

ফেসবুক(Facebook) থেকে কিভাবে আয় করে?

ফেসবুক(Facebook)থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন একটি ফেসবুক(Facebook) বিজনেস পেজ অথবা ফেসবুক পেজ। আপনার ফেসবুক পেজটি ইউটিউব এর মত মনিটাইজেশন অন করে এডভার্টাইজিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

ফেসবুক(Facebook) পেজ মনিটাইজেশন কতগুলো শর্ত রয়েছে এই শর্তগুলো ফুলফিল করে আপনার ফেসবুক(Facebook Page) পেজ মনিটাইজেশন করতে পারেন।

ফেইসবুক পেজ মনিটাইজেশন এর শর্তগুলো হচ্ছে-

  • ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন ভিডিওগুলো তিন মিনিটের উপরে হতে হবে,
  • 60 দিনের মধ্যে 30 হাজার ভিউ হতে হবে,
  • ফেসবুক পেজে 10 হাজার ফলোয়ার থাকতে হবে, 

ফেসবুক(Facebook) থেকে কত টাকা আয় করা যায়?

সবার মনেই একটা প্রশ্ন থাকে যে ফেসবুক(Facebook) থেকে একচুয়াল কি পরিমান আর্নিং করা সম্ভব।বলে রাখা ভালো অনলাইন জগতে যতগুলো আর্নিং প্লাটফর্ম রয়েছে সব আর্নিং প্ল্যাটফর্ম গুলোর আর্নিং নির্ভর করে আপনি কি পরিমাণ সময় দিচ্ছেন এবং কী পরিমান কাজ করছেন তার উপর।

তবে আপনাদের ধারণা দিতে পারি, আপনি যদি সপ্তাহে তিন-চারটা করে ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক(Facebook) পেজে এবং আপনার ফেসবুক(Facebook) যদি ফলোয়ারের সংখ্যা 30 হাজারের উপরে থাকে তাহলে আপনি প্রতি মাসে 200 থেকে 300 ডলার অর্থাৎ আনুমানিক 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন।

আমি আনুমানিক আপনাদের ধারণা দিলাম তবে এর থেকে বেশি ইনকাম করে থাকেএকজন ফেসবুক(Facebook) কনটেন্ট ক্রিয়েটর

ফেসবুকে(Facebook) কত ভিউ এ কত টাকা?

ফেসবুক মূলত আপনার ভিডিওর মধ্যে এর বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ দিয়ে থাকে। ঠিক নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কত ভিউ এ কত ডলার প্রদান করে, তবে আপনাদের বোঝার সুবিধার্থে নিচে এক বড় ভাইয়ের 14 দিনের আর্নিং এর স্ক্রিনশট দিয়ে দিলাম।


ফেসবুকে(Facebook) কত ভিউ এ কত টাকা?

মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করা যাবে কি না ?

বন্ধুরা একটি প্রবাদ রয়েছে - "ইচ্ছা থাকলে উপায় হয়"। আপনি যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যবহৃত অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট কে ব্যবহার করে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে পারেন।

তবে আপনাকে একটু পরিশ্রমই হতে হবে। এই ধরুন বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টুলস, গ্রাফিক্স ডিজাইন এর ইত্যাদি বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কারণ রুচিশীল কনটেন্ট তৈরি না করলে আপনার পেজের ভিউয়ার ফলোয়ার বাড়বে না।

ফেসবুক(Facebook) থেকে কত ভাবে ইনকাম করা যায়?

হ্যালো বন্ধুরা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আপনি বিভিন্ন ভাবে ইনকাম করতে পারেন যেমন-

  • ভিডিও মনিটাইজেশন এর মাধ্যমে(video monetization)
  • ইনস্ট্যান্ট আর্টিকেল এর মাধ্যমে(Instant article)
  • এফিলিয়েট মার্কেটিং করে(Affiliate marketing)
  • ইভেন্টের মাধ্যমে(Facebook events)
  • নিজের কোনো পণ্য বিক্রি করে(Sells own products)
  • স্পন্সরশীপের মাধ্যমে(Sponsorship)
  • ফেসবুক(Facebook) পেজ ফেসবুক গ্রুপ বিক্রি করে


হয়তো আপনি সবগুলো ওয়েতে ফেসবুক(Facebook) ইনকাম করতে পারবেন না তবে আপনি যেকোন একটা ক্যাটাগরী নিয়ে কাজ করতে পারেন।

ফেসবুক(Facebook) থেকে ইনকাম এর টাকা কিভাবে পাব?

অনেকের মনেই এই প্রশ্নটা থেকে থাকে যে ফেসবুক থেকে যে ইনকাম অর্থাৎ আর্নিং টা আসে, সেই টাকা কিভাবে আমাদের হাতে আসবে। আমরা শুধু ফেসবুকে(Facebook) কাজ করেই যাব করেই যাবো তার বিপরীতে কোন ইনকাম  আসবেনা তা তো হবে না।

বন্ধুরা একটি ফেসবুক(Facebook) পেজ তৈরি করার পর, নিয়মিত কনটেন্ট আপলোড অথবা পোস্ট করার পর যখন আপনার পেজ মনিটাইজেশন অন হয়ে যাবে। এরপর থেকে আপনার ভিডিও গুলোতে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে অর্থাৎ ফেসবুক কোম্পানি বিভিন্ন কম্পানির অ্যাড শো করবে।

এবং আপনার একাউন্টে রেভিনিউ জমা হতে থাকবে। আপনার একাউন্টে যখন সর্বনিম্ন 100 ডলার জমা হবে তখন আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। ব্যাংক একাউন্ট যুক্ত থাকলে অটোমেটিকলি 100 ডলার হলে আপনার অ্যাকাউন্টে টাকা উইথড্র হয়ে যাবে।

আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !

বন্ধুরা এই ছিল ফেসবুক(Facebook) থেকে টাকা ইনকাম নিয়ে আর্টিকেলআর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

1 Comments

  1. Slots.LV allows you to choose between a fiat forex welcome bonus (200% up to as} $1,000 with 35x wagering requirements), or a crypto welcome bonus (300% up to as} $1,500 with the same wagering requirements). On the flip facet, they’ve gone for high quality over amount, and the games are supplied by 5 big-name developers, together with RTGaming and Rival. This is primarily as a result of|as a outcome of} Slots.LV has just over 1xbet one hundred thirty complete mobile games on its site at current, which is a modest quantity comparability with} rivals. 24/7 customer assist, a variety of|quite a lot of|a big selection of} payment methods together with Bitcoin, and a very stripped-back consumer interface are all half of} the package deal at Red Dog Casino. As mentioned, all of Red Dog’s mobile games are supplied by RealTime Gaming.

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post