শেয়ার বাজারে কতগুলো ক্যাটাগরির শেয়ার রয়েছে? | পর্ব - ২

শেয়ার বাজারে কতগুলো ক্যাটাগরির শেয়ার রয়েছে? | পর্ব - ২

আসসালামুআলাইকুম বন্ধুরা। আজকের এই আর্টিকেলটি পড়ে জানতে পারবেন শেয়ারবাজারে মোট কতগুলো ক্যাটাগরির শেয়ার রয়েছে। সেই সাথে বলে রাখা ভাল যে শেয়ার বাজারে বিনিয়গ করলে কার কোথায় কান না দিয়ে নিজে যে বুঝে শেয়ার কিনুন।

শেয়ার বাজারে কতগুলো ক্যাটাগরির শেয়ার রয়েছে  পর্ব - ২
শেয়ার বাজারে কতগুলো ক্যাটাগরির শেয়ার রয়েছে  পর্ব - ২

শেয়ারবাজারে মোট পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন কোম্পানি থাকতে পারে। ক্যাটাগরিগুলো হলো A,B, N,Z এবং G ক্যাটাগরির শেয়ার।

A ক্যাটাগরি শেয়ার কি?

যে সকল কোম্পানি সময় মত বার্ষিক সাধারণ সভা এবং 10 শতাংশ বা তার থেকে বেশি লভ্যাংশ প্রদান করেন তারা এই ক্যাটাগরি কোম্পানির।

যেমনঃ ধরুন গ্রামীণফোন স্কয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক ইত্যাদি। এছাড়া সকল মিউচুয়াল ফান্ড এ ক্যাটাগরির মধ্যে রয়েছে।

B ক্যাটাগরি শেয়ার কি?

যে সকল কোম্পানি সময় মতন বার্ষিক সাধারন সভা করে এবং 10 শতাংশ এর কম লভ্যাংশ প্রদান করে তারা B ক্যাটাগরি। 

যেমনঃ কোম্পানি ফুয়াংফুদ টেক্সটাইল ইত্যাদি।

N ক্যাটাগরি শেয়ার কি?

যে সকল কোম্পানির শেয়ার বাজারের নতুন তালিকাভুক্ত হয় তারা N ক্যাটাগরির কোম্পানি। নতুন তালিকাভুক্ত হওয়ার পরের অর্থবছরে লভ্যাংশ প্রদানের ভিত্তিতে কোম্পানিটি অথবা A,B অথবা Z ক্যাটাগরিতে আসতে পারে।

Z ক্যাটাগরি শেয়ার কি?

যে সকল কোম্পানি বার্ষিক সাধারন সভা করে না অথবা লভ্যাংশ প্রদান করে না অথবা টানা ছয় মাস উৎপাদনের নেই তারা Z ক্যাটাগরি কোম্পানি। নতুন বিনিয়োগকারী অবশ্যই এ Z ক্যাটাগরি কম্পানি এড়িয়ে যেতে হবে।

G ক্যাটাগরির শেয়ার বলতে কী বোঝায় ?

যে সব কোম্পানি উৎপাদনে আসার আগে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিস্টের হয় তারা যে ক্যাটাগরি বা গ্রীনফিল্ড কোম্পানি। 2003 সালের লাফার্জ সুরমা সিমেন্ট গ্রীনফিল্ড কোম্পানি হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় তারপর আর কোন কোম্পানি যে ক্যাটাগরিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি।

বিঃদ্রঃ- আর একটা বিষয় জেনে রাখা ভালো যদি আপনি ক্যাটাগরিতে বা এন থেকে শেয়ার কিনেন তাহলে আপনার শেয়ার দুইদিন পর বিক্রি করার উপযোগী হবে। 

ধরুন আজকের রবিবার এবং আপনি এই B,N ক্যাটাগরি থেকে একটি শেয়ার কিনলেন এবং তা যদি বিক্রি করতে চান তাহলে আপনাকে তা বিক্রি করতে হবে মঙ্গলবার আর যদি আপনি Z ক্যাটাগরির শেয়ার কিনেন তাহলে ৯ কার্যদিবস পর আপনি শেয়ার বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনাকে ৯ দিন পরে আপনার শেয়ারটি বিক্রি করতে পারবেন।


র্টিকেলটি পড়ে শেয়ার বাজার সম্পর্কে ধারণা পেলে আর্টিকেলটি শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন, আপনারা কি ধরনের আর্টিকেল পড়তে চান কোমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

হোম এ ফিরে যেতে এখানে ক্লিক করুন
Post a Comment (0)
Previous Post Next Post