বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ প্রস্তুতি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ প্রস্তুতি।

আজ আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ লিখিত পরীক্ষার তড়িৎকৌশল বিভাগের যে প্রশ্নটি হয় সেই প্রশ্নের মানবন্টন প্রশ্নের ধরন কেমন হয় সে সম্পর্কে জেনে নেব।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ প্রস্তুতি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ প্রস্তুতি
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নিয়োগ প্রস্তুতি।

সেই সাথে আমরা এটিও জানব কোন কোন বইগুলো থেকে পড়লে আমাদের জন্য সহজ হয়ে যাবে পরীক্ষাটি। আমরা প্রথমেই প্রশ্নের মানবন্টন সম্পর্কে জেনে নিব।


মানবন্টন

নন-টেকনিক্যাল - মোট প্রশ্ন 50 টি  নাম্বার  50x 1 = 50

  • এনালাইটিক্যাল- 20 টি প্রশ্ন 
  • বাংলা ও ইংরেজি- 10  বা 20 টি প্রশ্ন 
  • সাধারণ জ্ঞান- 10  বা 20 টি প্রশ্ন 
  • পাওয়ার সেক্টর এর ধারণা ও ডিপার্টমেন্টাল - 10 টি প্রশ্ন 

টেকনিক্যাল-  মোট প্রশ্ন 10 টি  নাম্বার  5 x 10 = 50 

  • ডিসি ও এসি সার্কিট- 2 বা 3 টি প্রশ্ন 
  • ইলেকট্রনিক্স- 1 টি প্রশ্ন 
  • ইলেকট্রিক্যাল মেশিন- 1 বা 2 টি প্রশ্ন 
  • পাওয়ার সিস্টেম- 3 বা 4 টি প্রশ্ন 
  • কন্ট্রোল সিস্টেম/ ডিজিটাল লজিক সার্কিট- 1 টি প্রশ্ন 
  • কমিউনিকেশন- 2 টি প্রশ্ন 


 ডিসি সার্কিট


পরীক্ষার প্রস্তুতির জন্য ডিসি সার্কিট এর জন্য আমরা যে বইটি পড়তে পারি সেটি হচ্ছে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স সার্কিট  5th এডিসন (আলেকজান্ডার)


চলুন জেনে নিই বইয়ের কোন কোন চ্যাপ্টার গুলোকে আমরা বেশি গুরুত্ব দিব।


চ্যাপ্টার ২- বেসিক লো
চ্যাপ্টার ৩- মেথডস অফ এনালাইসিস **
চ্যাপ্টার ৪- সার্কিট থিওরেম ***
চ্যাপ্টার ৬- ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর ***
চ্যাপ্টার ৭- ফার্স্ট অর্ডার সার্কিটস ***


এসি সার্কিট


এবার আসা যাক এসি সার্কিট। এসি সার্কিট এর জন্য আমরা কোন চ্যাপ্টার গুলো কে পর্ব।


চ্যাপ্টার ৯- সাইনোসয়েডস এবং ফেজারস
চ্যাপ্টার ১০- সাইনোসডাল স্টাডি স্টেট এনালাইসিস ***
চ্যাপ্টার ১১- এসি পাওয়ার এনালাইসিস ***
চ্যাপ্টার ১২-  থ্রি ফেজ সার্কিট ***
চ্যাপ্টার ১৩- ম্যাগনেটিক কাপল সার্কিট  
চ্যাপ্টার ১৪- ফ্রিকোয়েন্সি রেসপন্স *** 


এবার আসা যাক ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এর জন্য ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স সার্কিট  5th এডিসন (আলেকজান্ডার) যেই চ্যাপ্টার গুলো পড়ব সেগুলো হলো- 


চ্যাপ্টার ৫- অপারেশনাল এমপ্লিফায়ার ***


এছাড়াও আমরা এলেক্ট্রনিকস এর জন্য ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিট  থিওরি (Robert L Boylstade) [9th Edition] এই বইটি থেকে পড়বো।


চ্যাপ্টার ২- ডায়েট অ্যাপ্লিকেশন ***
চ্যাপ্টার ৩- বাইপোলার জাংশন ট্রানজিস্টর **
চ্যাপ্টার ৪- ডিসি বায়াসিং- BJTs ***
চ্যাপ্টার ৮- BJT স্মল সিগন্যাল এনালাইসিস *


এছাড়াও ইলেকট্রনিক্স এর জন্য আমাদের মস্ফেট  থেকে প্রশ্ন পড়তে হবে।


মেশিন


মেশিন থেকে প্রশ্ন পাওয়ার জন্য আমরা অবশ্যই A Text book of Electrical Technology (BL Theraja) [VOL-2] বইটি কে অনুসরণ করব।


চ্যাপ্টার ২৬- ডিসি জেনারেটর ***
চ্যাপ্টার ২৯- ডিসি মোটর ***
চ্যাপ্টার ৩০- স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর **
চ্যাপ্টার ৩২- ট্রান্সফর্মার ***
চ্যাপ্টার ৩৩- ট্রান্সফর্মার থ্রি ফেজ ***
চ্যাপ্টার ২৯- ডিসি মোটর ***
চ্যাপ্টার ৩৭- অল্টারনেটর ***
চ্যাপ্টার ৩২- সিনক্রোনাস মোটর **


এছাড়াও আমাদের আরেকটি বই পড়তে হবে ইলেকট্রিক্যাল মেশিনারি ফান্ডামেন্টাল (Chapman) এই বইটির মোটামুটি সবগুলো চ্যাপ্টারে পড়তে হবে ।


পাওয়ার সিস্টেম


পাওয়ার সিস্টেম থেকে প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের পাওয়ার সিস্টেম (VK Mehta) বইটির 7, 10, 17, 18, 19, 22, 23, এবং 24 অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে। 



ডিজিটাল লজিক  ডিভাইস


এখান থেকে প্রশ্নের জন্য আমাদের Fundamentals of Digital Logic with Verilog Design (Stephen Brown) এই বইটি পড়তে হবে। 


এই বইটি থেকে 2, 3, 4 এবং 7 চ্যাপ্টার  গুলো অনেক গুরুত্বপূর্ণ। আশা করি এই বইটি পড়লে আপনারা ডিজিটাল লজিক  ডিভাইস থেকে যেসব প্রশ্ন আসবে সেগুলো  উত্তর পেয়ে যাবেন। 


কমিউনিকেশন


কমিউনিকেশন থেকে প্রায় 2 টি  প্রশ্ন হয়ে থাকে। সেজন্য আমরা মর্ডান ডিজিটাল এন্ড এনালগ কমিউনিকেশন সিস্টেম (B.P Lathi) এই বইটি  পড়বেন।


চ্যাপ্টার ৪- অ্যাপ্লি চুট মডুলেশন ***
চ্যাপ্টার ৫-  অ্যাঙ্গেল মডুলেশন **
চ্যাপ্টার ৬-  স্যাম্পলিং এন্ড পালস কোড মডুলেশন *** 



নন ডিপার্টমেন্টাল

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী

নন ডিপার্টমেন্টাল থেকে যেহেতু পঞ্চাশটির মতো  প্রশ্ন হয়ে থাকে। তাই এই অংশটি বাদ দিয়ে চললে হবে না। নন ডিপার্টমেন্টাল পড়াশোনার জন্য আমরা যে বইগুলো অনুসরণ করব।


  • MP3 Bangla
  • Bangla Grammar Book (Class 9-10)
  • MP3 English
  • English For Competitive Exams [Fazlul Haque]
  • MP3 Bangladesh Affairs (For General Knowledge)
  • MP3 International Affairs (For General Knowledge)



এছাড়াও কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়েও বেশ কিছু প্রশ্ন হয়ে থাকে এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। 


আশা করি আপনারা যদি শুধুমাত্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তাহলে আপনারা এই প্রিপারেশন দিয়েই বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশ নিতে  পারবেন। 


সব ধরনের সহকারী প্রকৌশলী (তড়িৎ) পরীক্ষার মোটামুটি একই প্রশ্নের মানবন্টন হয়ে থাকে।  ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার  অনেক ধারণা চলে আসবে। ফলে পরবর্তীতে যেকোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনার সুবিধা হবে।


আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !

আর্টিকেলটি পড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ধারণা পেলে আর্টিকেলটি শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন, আপনারা কি ধরনের পোস্ট পড়তে চান কোমেন্টে জানাবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

হোম এ ফিরে যেতে এখানে ক্লিক করুন
Post a Comment (0)
Previous Post Next Post