অপারেটিং সিস্টেম কি? | Operating System
প্রিয় জ্ঞান পিপাসু বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি "অপারেটিং সিস্টেম কি?" সম্পর্কে। তাহলে চলুন সবার আগে জেনে নিই অপারেটিং সিস্টেম কি?
অপারেটিং সিস্টেম(OS) হলো একটি সফটওয়্যার যা একটি কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পোনেন্টগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করে। অপারেটিং সিস্টেম(Operating System) পুরো কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে অর্থাৎ Operate করে। এর জন্য অপারেটিং সিস্টেম কে কম্পিউটার এর হার্ড বলা হয়।
![]() |
অপারেটিং সিস্টেম কি? Operating System |
সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি আর ও যে বিষয় গুলি জানতে পারবেন তা হচ্ছে -
- অপারেটিং সিস্টেম(Operating System) কত প্রকার?
- পৃথিবীর সর্ব প্রথম অপারেটিং সিস্টেমের নাম কি?
- মোবাইল(Mobile) ডিভাইসে ব্যবহৃত হওয়া অপারেটিং সিস্টেম গুলির নাম।
- ম্পিউটারে(Computer)) ব্যবহৃত হওয়া অপারেটিং সিস্টেম গুলির নাম।
- 100 টি অপারেটিং সিস্টেমের(Operating System) নাম।
অপারেটিং সিস্টেম(Operating System) কত প্রকার?
বিভিন্ন কাজের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম(Operating System) আবিষ্কৃত হয়েছে। প্রধানত, Operating System দুই ভাগে ভাগ করা যায়:
- সিঙ্গল(Single) অপারেটিং সিস্টেম;
- মাল্টি(Multi) অপারেটিং সিস্টেম।
এছাড়া ও আর ও দুই ধরণের Operating System রয়েছে যেমন:
- রিয়েল-টাইম(Real-Time) অপারেটিং সিস্টেম;
- এমবেডেড(Embedded) অপারেটিং সিস্টেম।
পৃথিবীর সর্ব প্রথম অপারেটিং(OS) সিস্টেমের নাম কি?
এমসিপি(MCP) হচ্ছে পৃথিবীর সর্ব প্রথম অপারেটিং সিস্টেম(Operating System)। এই অপারেটিং সিস্টেমটি High Level Language ব্যবহার করে লিখিত হয়েছিল ১৯৬১ সালে। মূলত MCP Operating System ছিল বারফস করপোরেশন এর বি৫০০০(B5000) এর আপডেট সংস্করণ।
মোবাইল(Mobile) ডিভাইসে ব্যবহৃত হওয়া অপারেটিং সিস্টেম গুলির নাম।
মোবাইল(Mobile) ডিভাইসে ব্যবহৃত হওয়া অপারেটিং সিস্টেম(Operating System) এর মধ্যে সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত Operating সিস্টেমগুলির নাম হলো:
- Android(এই Operating System গুগল ডেভলোপ করেছে )
- iOS(এই অপারেটিং সিস্টেমটি Apple ইনকর্পোরেটেড তৈরি করেছে)
- KaiOS(এই Operating System খুব সাধারণ মোবাইল ফোনের জন্য ডিজাইন করা হয়েছে)
- Harmony OS(চাইনিজ কম্পানি Huawei তৈরি তৈরি করেছে)
কম্পিউটারে(Computer) ব্যবহৃত হওয়া অপারেটিং সিস্টেম গুলির নাম।
কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত হওয়া অপারেটিং সিস্টেম(Operating System) এর মধ্যে সবচেয়ে পরিচিত ও ব্যবহৃত হওয়া অপারেটিং সিস্টেমগুলি হলো:
- Microsoft Windows
- macOS
- Linux
- Unix
- FreeBSD
- Solaris
- AIX
100 টি অপারেটিং সিস্টেমের(Operating System) নাম।
প্রদত্ত 100 অপারেটিং সিস্টেম(Operating System) গুলো কম্পিউটার, মোবাইল, এবং অন্যান্য ডিভাইসগুলোতে ব্যবহৃত হয়ে থাকে।
- Windows
- macOS
- Linux
- Unix
- Android
- iOS
- Chrome OS
- BSD (FreeBSD, OpenBSD, NetBSD)
- Solaris
- AIX
- HP-UX
- z/OS
- VxWorks
- QNX
- FreeRTOS
- Haiku
- ReactOS
- AmigaOS
- Plan 9 from Bell Labs
- OS/2
- BeOS
- RISC OS
- MINIX
- Symbian
- Palm OS
- BlackBerry OS
- Windows Mobile
- Windows Phone
- MS-DOS
- CP/M
- Classic Mac OS
- NeXTSTEP
- System 7
- IBM System/360 OS
- VMS (OpenVMS)
- MVS (Multiple Virtual Storage)
- GCOS (General Comprehensive Operating System)
- RT-Thread
- Enea OSE
- RTEMS
- Symphony OS
- Syllable
- KolibriOS
- MenuetOS
- Contiki
- Oberon
- Inferno
- MorphOS
- MenuetOS
- Inferno
- IRIX
- OS-9
- GEOS
- Tizen
- CyanogenMod (now LineageOS)
- Remix OS
- Sailfish OS
- Ubuntu Touch
- Plasma Mobile
- LuneOS
- PureOS
- Harmony OS
- Fuchsia OS
- Ark OS
- EMUI (used in Huawei devices)
- MIUI (used in Xiaomi devices)
- OxygenOS (used in OnePlus devices)
- ColorOS (used in Oppo devices)
- HydrogenOS (used in OnePlus devices in China)
- One UI (used in Samsung devices)
- Flyme OS (used in Meizu devices)
- ZUI (used in Lenovo devices)
- Fire OS (used in Amazon devices)
- Nintendo Switch system software (Horizon OS)
- PlayStation operating system
- Xbox operating system
- HP Multi-Programming Executive (MPE)
- Zilog Z80-RIO
- Cisco IOS (Internetwork Operating System)
- Junos (used in Juniper Networks devices)
- CatOS (used in Cisco Catalyst switches)
- Nintendo 3DS system software
- PlayStation Portable system software
- PlayStation Vita system software
- BlackBerry Tablet OS
- Nintendo Wii system software
- Nintendo DSi system software
- Commodore 64 KERNAL
- Sinclair ZX Spectrum +3e ROM
- Contiki
- OpenWrt
- DD-WRT
- Tomato
- pfSense
- VyOS
- Cisco NX-OS
- DOS/360
- DOS/VS
- DOS/VSE
- DOS/TOS
আর ও পড়তে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন-
- BTS কি?
- রাডার(RADAR) কি?
- MBA কি? MBA তে কারা পড়তে পারবে?
- কানাডায় Student Visa আবেদনের নিয়ম IELTS কি?
-
ই-সিম(E-SIM) কি?
বন্ধুরা, অপারেটিং সিস্টেম কি? | Operating System যদি আর্টিকেলটা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।