MBBS কি? MBBS এ কারা পড়তে পারবে?

MBBS কি? MBBS এ কারা পড়তে পারবে?

হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব  এমবিবিএস(MBBS) ভর্তি প্রসঙ্গে। তাহলে চলুন সবার আগে জেনে নেই এমবিবিএস(MBBS) কি? 

MBBS কি
MBBS কি MBBS এ কারা পড়তে পারবে

MBBS এর পূর্ণ অর্থ হলো ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery) MBBS এর পূর্ণ অর্থ দেখার পর আপনার মনে হতে পারে এখানে দুটি ডিগ্রীর কথা বলা হয়েছে। কিন্তু এমবিবিএস(MBBS) মূলত একটি ডিগ্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি যেসব বিষয়ে জানতে পারবেন সেগুলো নিচে দেওয়া হল-

  1. MBBS কি?
  2. MBBS তে কারা পড়তে পারবে?
  3. মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা?
  4. MBBS ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মেধা তালিকা কীভাবে হয়?
  5. MBBS ডাক্তার(Doctor) হতে কি কি ধাপ পেরোতে হয়?
  6. MBBS এমবিবিএস স্নাতক কোর্সে কোন বই গুলো পড়তে হয়?
  7. বাংলাদেশে কয়টি মেডিকেল কলেজ রয়েছে?
  8. বাংলাদেশ ও ভারতের ভালো মানের মেডিকেল কলেজ এর নাম সমূহ?
  9. MBBS এ কতবার পরীক্ষা দেয়া যায় এবং ভর্তি পরীক্ষা বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
  10. MBBS এমবিবিএস পরীক্ষার সময় কতটুকু দেয়া হয়?
  11. MBBS এমবিবিএস করার পর বাংলাদেশে কি কি করা যায়?
  12. MBBS এমবিবিএস এ কি কোন কোটা সিস্টেম আছে?
  13. MBBS এমবিবিএস ডাক্তারের বেতন কত?

MBBS কি? MBBS এ কারা পড়তে পারবে?

MBBS কি?

এমবিবিএস(MBBS) মূলত চিকিৎসাবিদ্যার একটি পেশাগত স্নাতক ডিগ্রী যার পূর্ণ অর্থ হচ্ছে- ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি। এমবিবিএস(MBBS) ডিগ্রীধারী ব্যক্তিদের ডাক্তার(DOCTOR) বলা হয়

MBBS কারা পড়তে পারবে?

Bachelor of Medicine and Bachelor of Surgery হলো মেডিসিন এবং সার্জারিতে একটি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম। এইচএসসি(HSC) পরীক্ষা পাশ করার পর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

এস এস সি(SSC) অথবা দাখিল এবং এইচ এস সি(HSC) অথবা আলিম সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষার্থী মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এবং এই দুইটি(SSC+HSC) পরীক্ষার ফলাফল মিলিয়ে সর্বনিম্ন 9 পয়েন্ট হতে হবেসকল উপজাতি নৃগোষ্ঠী স্টুডেন্ট দের জন্য এই দুটি পরীক্ষায়(SSC+HSC) সর্বনিম্ন 8 পয়েন্ট হতে হবেসকলের জন্য এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে সর্বনিম্ন 3.50 থাকতে হবে

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা?

এস এস সি(SSC) অথবা দাখিল এবং এইচ এস সি(HSC) অথবা আলিম সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষার্থী মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এবং এই দুইটি(SSC+HSC) পরীক্ষার ফলাফল মিলিয়ে সর্বনিম্ন 9 পয়েন্ট হতে হবেসকল উপজাতি নৃগোষ্ঠী স্টুডেন্ট দের জন্য এই দুটি পরীক্ষায়(SSC+HSC) সর্বনিম্ন 8 পয়েন্ট হতে হবেসকলের জন্য এইচএসসি/আলিম/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে সর্বনিম্ন 3.50 থাকতে হবে

MBBS ভর্তি পরীক্ষা পদ্ধতি ও মেধা তালিকা কীভাবে হয়?

মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন
মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন
বাংলাদেশে কয়টি মেডিকেল কলেজ রয়েছে?

বর্তমানে, বাংলাদেশে মোট ১১২টি স্বীকৃত মেডিকেল(Medical) কলেজ রয়েছে, যাদের মধ্যে ৩৭টি সরকারি এবং ৭০টি বেসরকারি মেডিকেল(Medical) কলেজ রয়েছে।

এগুলি ছাড়াও, ছয়টি মেডিকেল(Medical) কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয় এবং এই মেডিকেল কলেজ গুলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।

MBBS ডাক্তার(Doctor) হতে কি কি ধাপ পেরোতে হয়?

আপনি যদি একজন এমবিবিএস(MBBS) ডাক্তার হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিচের এই ধাপগুলো পার করে আসতে হবে-

  • এসএসসি(SSC)/সমমান পরীক্ষা উত্তীর্ণ,
  • এইচএসসি(HSC)/সমমান পরীক্ষা উত্তীর্ণ,
  • মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ,
  • এমবিবিএস(MBBS) ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা,
  • এমবিবিএস(MBBS) সেকেন্ড প্রফেশনাল পরীক্ষা,
  • এমবিবিএস(MBBS) থার্ড প্রফেশনাল পরীক্ষা,
  • এমবিবিএস(MBBS) ফাইনাল প্রফেশনাল পরীক্ষা,
  • ইন্টারনশিপ,
  • তারপর এমবিবিএস(MBBS) চিকিৎসক

MBBS এমবিবিএস স্নাতক কোর্সে কোন বই গুলো পড়তে হয়?

  • এনাটমি(Anatomy),
  • বায়োকেমিস্ট্রি(Biochemistry),
  • ফিসিওলজি(Physiology),
  • সার্জারী(Surgery),
  • মেডিসিন(Community Medicine),
  • কমিউনিটি মেডিসিন(Forensic Medicine),
  • ফরেন্সিক মেডিসিন(Microbiology),
  • মাইক্রোবায়োলজি(Anatomy),
  • প্যাথলজি
  • ফার্মাকোলজি(Pharmacology),
  • গাইনেকোলজি ও অবস্টেট্রিক্স ইত্যাদি।

এমবিবিএস(MBBS) প্রথম এবং দ্বিতীয় বর্ষ: এনাটমি(Anatomy),ফিজিওলজি(Physiology)এবং বায়োকেমিস্ট্রি(Biochemistry)

এমবিবিএস(MBBS) এর তৃতীয় বর্ষ: কমিউনিটি মেডিসিন(Community Medicine),ফরেন্সিক মেডিসিন(Forensic Medicine)।

এমবিবিএস(MBBS) এর চতুর্থ বর্ষ: প্যাথলজি(Pathology),মাইক্রোবায়োলজি(Microbiology),ফার্মাকোলজি(Pharmacology) পড়ানো হয়।

এমবিবিএস(MBBS) এর পঞ্চম বর্ষে: সার্জারী(Surgery),মেডিসিন(Medicine),গাইনী(Gynecology),সাথে ইএনটি(ENT),অর্থোপেডিক্স(Orthopedics),পেডিয়াট্রিক্স(Pediatrics)। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের মূলধারার যে কয়টা শাখা আছে কিছুই পড়তে হবে ।

বাংলাদেশ ও ভারতের ভালো মানের মেডিকেল কলেজ এর নাম সমূহ?

বর্তমানে মেডিকেল কলেজ এর অভাব নেই, সরকারি বেসরকারি মিলিয়ে এত এত মেডিকেল কলেজ/ইউনিভার্সিটি যে ছাত্র/ছাত্রীরা ভর্তি নিয়ে বিভ্রান্তিতে পরে যায় যে কোথায় ভর্তি হবে।  

বাংলাদেশের ১০ টি ভালো মানের মেডিকেল(MEDICAL) কলেজের নাম নিচে দেওয়া হলো-

  1. ঢাকা মেডিকেল কলেজ(DMC)
  2. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ(SHSMC)
  3. চট্টগ্রাম মেডিকেল কলেজ(CMC)
  4. ময়মনসিংহ মেডিকেল কলেজ(MMC)
  5. শেরে বাংলা মেডিকেল কলেজ(SBMC)
  6. রাজশাহী মেডিকেল কলেজ(RMC)
  7. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(SSMC)
  8. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ(SOMC)
  9. কুমিল্লা মেডিকেল কলেজ(CUMC)
  10. রংপুর মেডিকেল কলেজ(RPMC)

ভারতের ১০টি ভালো মানের মেডিকেল(MEDICAL) কলেজের নাম নিচে দেওয়া হলো-

  1. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস(AIIMS)
  2. ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস BHU(IMS BHU) 
  3. জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ(JIPMER)
  4. জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ(JNMC)
  5. মৌলানা আজাদ মেডিকেল কলেজ(MAMC)
  6. কিং জর্জ’স মেডিকেল ইউনিভার্সিটি(KGMU)
  7. বর্ধমান মহাবির মেডিকেল কলেজ(VMMC)
  8. ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সাইন্সেস(UCMS)
  9. গ্রান্ট মেডিকেল কলেজ এন্ড স্যার জ্যঁ গ্রুপ অফ হস্পিতালস(GMCJJH)
  10. রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস(RIMS)

MBBS এ কতবার পরীক্ষা দেয়া যায় এবং ভর্তি পরীক্ষা বছরে কয়বার অনুষ্ঠিত হয়?

মেডিকেল(Medical) ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুসারে , ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে MCQ  অনুষ্ঠিত হয়ে থাকে। সরকারি মেডিকেলে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়। পরীক্ষা বছরে একবার হয়ে থাকে।

MBBS এমবিবিএস পরীক্ষার সময় কতটুকু দেয়া হয়?

মেডিকেলে ভর্তি পরীক্ষার সময় এক ঘন্টা হয়ে থাকে, এবং এই সময়ের মধ্যে আপনাদের 100 টি (Biology-30, Chemistry-25, physics-20, English-15, General Knowledge-10) MCQ প্রশ্নের উত্তর দিতে হবে

মেডিকেল / এমবিবিএস(MBBS) ভর্তি এ কি কোন কোটা সিস্টেম আছে?

বন্ধুরা সব জায়গায় কোটা থাকতে পারলে মেডিকেল(Medical) ভর্তির বেলায় কোটা থাকবে না এটা তো হতে পারে না। বন্ধুরা মেডিকেল(Medical) ভর্তির ক্ষেত্রে আমরা ৪ ধরণের কোটা দেখতে পাই- 

  • মুক্তিযোদ্ধা কোটা 
  • উপজাতি কোটা 
  • জাতীয় মেধা 
  • জেলা কোটা

এমবিবিএস(MBBS) ডাক্তারের বেতন কত?

সবার মনে এই প্রশ্নটা একবার হলে ও এসেছে যে একজন MBBS ডাক্তার এর বেতন কত? জানতে হলে আপনাকে একটা বিষয় জানতে হবে। মেডিকেল স্টুডেন্টরা ৫ বছর পড়াশুনা করার পর ১ বছর ইন্টার্নশীপ করে থাকে। 

সরকারি মেডিকেল কলেজ থেকে পড়াশুনা করলে ওই মেডিকেল কলেজ হাসপাতাল এ তারা ১ বছর ইন্টার্নশীপ করার সময় থেকে তাদের ইনকাম শুরু হয়, এই সময় সরকার নিধারিত ১৫ থেকে ২০ হাজার টাকা প্রতি মাসে পেয়ে থাকে।

বেসরকারি মেডিকেল কলেজ গুলোর ক্ষত্রে উল্টো ছাত্র/ছাত্রীদের টাকা দিতে হয়। 

আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !

বন্ধুরা এই ছিল MBBS কি? MBBS এ কারা পড়তে পারবে? নিয়ে আর্টিকেলআর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন


Post a Comment (0)
Previous Post Next Post