UI/UX ডিজাইন কি?

UI/UX ডিজাইন কি?

বন্ধুরা আজকের আর্টিকেলে আমরা UI UX ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তবে শুরুতেই বলে নেওয়া যাক, UI এবং UX ডিজাইন দুটো কখনোই এক জিনিষ নয়। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

UI/UX ডিজাইন

UI/UX ডিজাইন কি?

আমরা অনেকেই দুটিকে একই ভেবে ভুল করি। কিন্তু UX হচ্ছে অনেক বড় একটি ফিল্ড যেখানে UI অনেক ছোট একটি ফিল্ড বলা যায়।


UX এর মানে হচ্ছে User Experience (ইউজার এক্সপেরিয়েন্স), আর UI এর মানে হচ্ছে User Interface (ইউজার ইন্টারফেস)


User Experience এর বিষয়ে যদি ধারণা দেই, তবে বলা চলে ধরুন আপনার যেকোনো কাজের জন্য আপনি Google Play Store থেকে একটি অ্যাপ ডাউনলোড করলেন।


তাহলে এখানে প্রথমত আপনার অ্যাপটিতে ইনস্টল করতে হবে। অর্থাৎ এটি হচ্ছে একজন User বা ব্যাবহারকারীর প্রথম জার্নি। 


এখন যদি ডাউনলোড প্রসেস একদম সিম্পল হয় তবে ডাউনলোড করতে ব্যাবহারকারীর তেমন কোনো সমস্যা হবে না। 


কিন্তু যদি অ্যাপটির ডাউনলোড প্রসেস জটিল হয় তাহলে User অবশ্যই একটু সমস্যায় পড়ে যাবে। 


তখন ব্যাবহারকারীর অ্যাপটি ডাউনলোড করা নিয়ে চিন্তা করতে হবে, সমস্যা সমাধান করতে হবে। যেটি মোটেও ভালো নয়।


এখন ধরুন আপনি অ্যাপটি ডাউনলোড করে ফেললেন, তবে এখন হয়তো আপনাকে সেই অ্যাপে sign up করতে হতে পারে। 


তবে এইখানে যদি Sign up Process অনেক জটিল হয় তাহলে একজন User এর অবশ্যই অনেক বিরক্ত লাগবে। 


UI/UX ডিজাইন কি?


Sign up এর কাজ শেষ করার পর আমরা সেই অ্যাপটির প্রথম Interface দেখতে পাই। কিন্তু প্রথম ইন্টারফেস দেখে যদি আমরা আমাদের নির্ধারিত কাজ করার কাঙ্খিত অপশন না পাই, তাহলে অবশ্যই আমরা অ্যাপটির উপর বিরক্তি প্রকাশ করবো।


অ্যাপ এর প্রথম ইন্টারফেস হচ্ছে একজন User এর 1st Impression, তাই যদি User প্রথম ইন্টারফেস দেখে সহজেই বুঝতে না পারে যে কোথায় কিভাবে কি করতে হবে, সেক্ষেত্রে এটি একটি Bad Design, এবং এখানেও User আর প্রথম ইম্প্রেশন খারাপ হবে।


এখন অ্যাপটি ব্যবহার করতে হলে যেনো একজন User এর কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন না হয়, একজন User যাতে খুব সহজেই অ্যাপটির মাধ্যমে তার কাজ সম্পন্ন করতে পারে। এই পুরো প্রসেসটি হচ্ছে User Experience.


অর্থাৎ একটি প্রোডাক্ট ব্যবহার করে একজন ব্যবহারকারীর শুরু থেকে শেষ পর্যন্ত কেমন অভিজ্ঞতা হলো সেটিই হচ্ছে ওই প্রোডাক্ট এর User Experience, এখন ব্যবহারকারী যদি ভালোমতো প্রোডাক্টটি ব্যবহার করতে পারে তাহলে তার Experience অবশ্যই ভালো হবে, আর যদি প্রোডাক্ট ব্যবহার এর ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে Experience অবশ্যই খারাপ হবে। আশা করি খুব ভালো মতই বুঝাতে পেরেছি।


তবে এখন আসা যাক UI ডিজাইন এর বিষয়ে। আগেই জেনেছি যে UI ডিজাইন এর পুরো অর্থ হচ্ছে User Interface,


UI ডিজাইন বলতে একটি ডিজাইনের Overall Look এবং feel কে বুঝায়। অর্থাৎ ডিজাইনটি দেখতে কেমন, একজন ব্যবহারকারীর কাছে এটি কিভাবে দেখানো হবে এটি হচ্ছে UI ডিজাইন।


আরো ভালোভাবে উদাহরণ দিতে গেলে Facebook এর কথা ধরা যাক। ফেসবুক কমবেশি প্রায় সবাই ব্যবহার করি। ফেসবুক অ্যাপে আমরা উপরে যা কিছু দেখি সেটাই হচ্ছে User Interface, কিন্তু এই পুরো UI Process এর পিছনে যত Process আমরা দেখতে পাই, অথবা যতগুলো process এর মাঝে গিয়ে আমরা ফাইনাল আউটপুটে যায় সেটি হচ্ছে UX, বা User Experience, আর এর মধ্যে উপরে আমরা যা দেখি সেটি হচ্ছে UI বা User Interface,


UI ডিজাইন এর যে বিষয়গুলো আপনাকে শিখতে হবে সেগুলো হচ্ছেঃ


  • Design Principles
  • Color Theory
  • Typography

তো আসা করি UI UX ডিজাইন সম্পর্কে নিশ্চয়ই আপনার বেসিক অনেক কিছু বুঝে গিয়েছেন।

এখন অনেকের মাথায় একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে UI/UX ডিজাইনার হতে চাইলে মূলত কি কি করা দরকার। তো চলুন জেনে নেই UI ডিজাইনার হতে চাইলে কি করতে হবে।


UI/UX ডিজাইনার হতে হলে যে বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজনঃ


শুরুতে আমরা UX/UI ডিজাইন কি সেটি সম্পর্কে জেনেছি। তবে অনেকে চিন্তা করে যে UX/UI সেক্টরে কি আসা দরকার নাকি। আমি সম্পূর্ণ আমার ভাষায় আপনাদের বিষয়টি বুঝিয়ে দিবো। প্রথমেই বলে যায়, আপনি এই সেক্টরে আসবেন কিনা সেটা সম্পুর্ণ আপনার উপর নির্ভর করে।


এই সেক্টরে আসলে প্রচুর টাকা ইনকাম করা যায়, এটা শুনে অথবা এই চিন্তা করে শুধুমাত্র যদি আপনি এই সেক্টরে আসেন তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন।


আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা আপনার যদি গ্রাফিক্স ডিজাইনে অভিজ্ঞতা থাকে, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, প্রিন্ট ডিজাইন, ইত্যাদি ডিজাইন যদি আপনি করে থাকেন এবং আপনার যদি কালার নিয়ে ভালো আইডিয়া আছে, টাইপোগ্রাফি নিয়ে খুব ভালো আইডিয়া রয়েছে কিংবা আপনি ভালোমতো বুঝেন যে কোন ফন্ট কোথায় রিপ্লেস করা দরকার, কোন স্টাইল কোথায় ব্যবহার করা দরকার, আপনার layout সম্পর্কে আইডিয়া আছে , আইকন বুঝেন কোথায় কোনটি দেওয়া দরকার, অ্যালাইন সম্পর্কে আইডিয়া রয়েছে,  মোটামুটি আপনি ডিজাইনার এলিমেন্ট সম্পর্কে জানেন তাহলেই আপনি এই UI/UX Designing সেক্টরে আসতে পারেন।


তো এককথায় আপনি এখানে আসার কথা ভাবতে পারেন যদি আপনার গ্রাফিক্স ডিজাইন এর সম্পর্কে ভালো ধারণা রয়েছে। কারণ graphics designer হওয়ার পরই UI designer হতে হয়। ডিজাইন এর কিছু না জেনে UI ডিজাইন এর কিছুই আপনি করতে পারবেন না।


এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে, এই সেক্টরে আসতে হলে আপনার অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে। ইংরেজি না জানলে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন না ভালোমতো।


ইংরেজিতে পারদর্শী না হয়ে এই সেক্টরে কাজ করতে আসা উচিত না। আর গ্রাফিক্স ডিজাইনিং এর উপর মিনিমাম ২-৩ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে।


ইউটিউব টিউটোরিয়াল কিংবা গুগলে সাধারণ কোনো আর্টিকেল পড়ে আপনি এখানে কাজ করতে পারবেন না। আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, প্রচুর ইংরেজি আর্টিকেল পড়তে হবে।


 তাহলে কি আপনার UI/UX design এর দিকে যাওয়া উচিৎ নয়? 


দেখুন আমি কিন্তু আপনাদের এটা বলিনি যে আপনারা এই সেক্টরে যাবেন না, গেলেই বিপদ। কিন্তু যদি আপনি একদমই নতুন থাকেন তাহলে আপনার উপরের বিষয়টি বিবেচনা করে তারপর এই সেক্টরে কাজ করা উচিত। অযথা কারো কথা শুনে কিংবা প্রচুর টাকা আয়ের উদ্দেশ্যে এই সেক্টরে কাজ করতে আসলে আপনি অবশ্যই ভুল করবেন।


UI/UX ডিজাইনার দের ভবিষ্যৎঃ


বর্তমান যুগ অনলাইনের দিকে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। যুগের পরিবর্তনের সাথে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে চলেছে। তার সাথে বেড়ে চলেছে নানান ডিজাইনিং এর চাহিদা।


আর বর্তমান মার্কেট এর UI/UX design চাহিদার তুলনায় ডিজাইনার এর অভাব রয়েছে। আর তাই বলা চলে একজন দক্ষ UI/UX designer হতে পারলে সেটা অবশ্যই কাজে দেবে।


আর বিভিন্ন ধরনের টপিক নিয়ে আর্টিকেলটি পড়তে চাইলে নিচের লিংকগুলো থেকে পড়ে নিতে পারেন, 


আমাদের শেষ কথা


তাহলে বন্ধুরা আমরা আজকে কি জানলাম? যদি আমাদের UI/UX সেক্টরে আস্তে হয়, এখানে কাজ করে ইনকাম করতে হয় তাহলে আমাদের অবশ্যই গ্রাফিক্স ডিজাইন এর ভালো অভিজ্ঞতা সাথে প্রচুর ক্রিয়েটিভ চিন্তা/আইডিয়া ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।


কোনো ডিজাইন সম্পর্কে ধারণা না থাকলে আমরা এই সেক্টরে এসে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না।


আজকের আর্টিকেলটা এই পর্যন্তই। যদি উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। যেকোনো প্রশ্ন আমাদের মন্তব্য করে জানাবেন। আমরা অবশ্যই আপনার সাহায্য করার চেষ্টা করবো।


3 Comments

  1. কিন্তু এইটা কোথায় শেখানো হয় কলকাতা তে ? সেইটা জানালে ভালো হতো ??

    ReplyDelete
    Replies
    1. আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ|দাদা আমি বাংলাদেশ থেকে, তারপরেও আপনার সুবিধার্থে কয়েকটি লিংক দিয়ে দিলাম|

      Graphic Design Courses in Kolkata | Tutor for UI/UX Design
      TuringLabs UI / UX Design studio - Kolkata
      EDIT Institute - Kolkatta | UI UX Design Course | UI Design Course

      Delete
  2. নামহীনMarch 18, 2023 at 9:30 AM

    accha vai . ai kaj shikte koto din somoy lagte pare.? jodi ami protidin 3/4h somoy dei.. send= ( anamulhoquewd@gmil.com )

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post