VFD কি? VFD কেন ব্যবহার করা হয়?

VFD কি? VFD কেন ব্যবহার করা হয়?

VFD কি? VFD কেন ব্যবহার করা হয়? জানতে হলে আপনাকে অবশ্যই এই আর্টিকেলটি ভালোভাবে পড়তে হবে। তাহলে চলুন জেনে নেয়া যাক ভিএফডি (VFD) এর পূর্ণ অর্থ কি?

VFD কি?

VFD এর পূর্ণ অর্থ হচ্ছে "Variable-frequency drive" মূলত ফ্রিকোয়েন্সির পরিবর্তন  করা এই ডিভাইসের কাজ। এটি ইলেকট্রিক্যাল,পাওয়ার এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ারিং-এর সুপরিচিত একটি ডিভাইস। 

আজকের এই আর্টিকেলটি পড়লে আপনারা যে সব বিষয়ে জানতে পারবেন সেগুলো নিচে দেওয়া হলঃ-

  1. VFD কি?
  2. VFD কেন ব্যবহার করা হয়?
  3. VFD কোথায় ব্যবহার করা হয়?
  4. VFD ব্যবহারের সুবিধা কি?
  5. VFD ব্যবহারের অসুবিধা কি?

VFD কি? VFD কেন ব্যবহার করা হয়?


VFD কি?

ভিএফডি(VFD) অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকুয়েন্সি ড্রাইভ এমন একটি ডিভাইস যা কিনা ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসকে চালাতে সাহায্য করে।

বিশেষ করে ইন্ডাস্ট্রি গুলোতে ভিএফডি(VFD) এর ব্যবহার খুবই বেশি, কারণ ইন্ডাস্ট্রি গুলোতে অনেকগুলো মোটরকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে চালাতে হয়।

ভিএফডি(VFD) আরো কয়েকটি নামে পরিচিত, এ এফ ডি(AFD) অর্থাৎ অ্যাডজাস্টেবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, VVVFD অর্থাৎ ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ,

VFD কেন ব্যবহার করা হয়?

যেহেতু আমরা জানি, ভিএফডি(VFD) এর পূর্ণ অর্থ হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, তাই আমরা বলতে পারি যে কোন ধরনের ফ্রিকুএন্সি-কে পরিবর্তন করার জন্য এই ডিভাইস টি ব্যবহার করা হয়।

শুধুমাত্র AC ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ভিএফডি(VFD) ব্যবহার করা হয়।

VFD কোথায় ব্যবহার করা হয়?

1. AC ইন্ডাকশন মোটর এর স্পিড কন্ট্রোল এর জন্য ভিএফডি(VFD) ব্যবহার করা হয়

2. যেকোনো ছোট-বড় ইন্ডাস্ট্রিতে ভিএফডি(VFD) ব্যবহার করা হয়

3. আমরা জানি ভিএফডি(VFD) একটি কমপ্লিট প্যাকেজ, এটি ব্যবহারের ফলে আমরা মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি,মোটরের ফুল প্রটেকশন পাওয়া যায়, মোটর কে ফরোয়ার্ড রিভার্স মুডে চালানো সম্ভব, এবং মোটরের স্টাটার হিসেবে ব্যবহার করা যায়

VFD ব্যবহারের সুবিধা কি?

  • ইলেকট্রিসিটি সেভিং হয়
  • স্পিড কন্ট্রোল এবং FWD/Rev অপারেশন করা যায়
  • মটর কে Smoothly বন্ধ এবং চালু করা যায়
  • VFD ব্যবহার করলে মোটরের ফুল প্রটেকশন পেতে পারি
  • ভিএফডি ব্যবহার করলে মোটর কে রান করার জন্য আলাদাভাবে কোন স্টাটারের এর প্রয়োজন পড়ে না

VFD ব্যবহারের অসুবিধা কি?

ভিএফডি(VFD) ব্যবহারের অসুবিধা একটাই সেটি হচ্ছে, এটি যেহেতু একটি কমপ্লিট প্যাকেজ তাই এর দাম অনেক বেশি পড়ে

কমপ্লিট প্যাকেজ বলতে, আপনাকে মোটর স্টার্ট এর জন্য আলাদাভাবে স্টাটার এর প্রয়োজন নেই, মোটর কে ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্রোল করা যাবে, VFD ব্যবহার করলে মোটরের ফুল প্রটেকশন পাওয়া যায়

এছাড়া আরও বিশেষ কিছু সুবিধা রয়েছে যেগুলোর কারণে এই ডিভাইসটির দাম তুলনামূলক বেশি হয়ে থাকে

আর ও পড়তে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন-

বন্ধুরা এই ছিল VFD কি? VFD কেন ব্যবহার করা হয়?  আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Post a Comment (0)
Previous Post Next Post