কলকাতায় চালু হচ্ছে নতুন ট্রাফিক আইন। ট্রাফিক আইন না মেনে চললে ট্রাফিক পুলিশ কে দিতে হবে হবে দ্বিগুণ পরিমাণ অর্থ/টাকা।

কলকাতা: ট্রাফিক নিয়ম ভাঙলেই গুনতে হবে দ্বিগুণ টাকা।

কলকাতা: ট্রাফিক নিয়ম ভাঙলেই গুনতে হবে দ্বিগুণ টাকা।
নতুন ট্রাফিক আইন অনেক বেশি করা, আইন ভাঙলেই টাকা জরিমানা। কেন্দ্রীয় আইন মেনে কলকাতাসহ রাজ্যে, বুধবার থেকে চালু হয়ে গেল নতুন ট্রাফিক আইন। নতুন নিয়মে অতিরিক্ত টাকা ফাইন করা হবে। নতুন নিয়মে অতিরিক্ত টাকা ফাইন করা হবে।
কেন্দ্রীয় আইন মেনেই বুধবার থেকে কলকাতাসহ রাজ্যে চালু নতুন ট্রাফিক আইন। নিয়ম ভাংলেই এবার বড়োসড়ো জরিমানা করা হবে।
কলকাতা: নয়া ট্রাফিক আইন ও জরিমানা সমূহ:-
- হেলমেট না পরলে আগে দিতে হতো ১০০ টাকা এখন দিতে হবে ১০০০ টাকা
- সিট বেল্ট না পরলে আগে দিতে হতো ১০০ টাকা এখন দিতে হবে ৫০০টাকা
- বেপরোয়া গাড়ী চালানোর জন্য আগে দিতে হতোয ১ হাজার টাকা এখন দিতে হবে ৫ হাজার টাকা
- লাইসেন্স না থাকলে আগে দিতে হতো ৫০০ টাকা এখন দিতে হবে ৫ হাজার টাকা
- গাড়ির ইনস্যুরেন্স না থাকলে আগে দিতে হতো ৪০০ টাকা এখন দিতে হবে ২ হাজার টাকা
- পারমিট না থাকলে আগে দিতে হতো ৫০০০ টাকা এখন দিতে হবে ১০ হাজার টাকা
- লাইসেন্স না থাকলে আগে দিতে হতো ৫০০ টাকা এখন দিতে হবে ৫ হাজার টাকা
কলকাতা পুলিশ জানিয়েছে, মোটর ভিকেলস আইনে জরিমানা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা মেনে এখন থেকে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের জরিমানা করা হবে।
আর ও আর্টিকেল পড়তে নিচের দেয়া LINK গুলো ভিজিট করতে পারেন !
- ফেসবুক আইডি হ্যাক করার Apps
- IBA কি? IBA তে কারা পড়তে পারবে?
- MBBS কি? MBBS এ কারা পড়তে পারবে?
- গ্রাফিক্স ডিজাইন নিয়ে সকল প্রশ্নের উত্তর
- ট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কি?
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর A টু Z গাইডলাইন
- আপনি কি একজন ওয়েব ডেভলপার (Web Developer) হতে চান?
বন্ধুরা এই ছিল কলকাতা: ট্রাফিক নিয়ম ভাঙলেই গুনতে হবে দ্বিগুণ টাকা নিয়ে আর্টিকেল। আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন।
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন