CPA Marketing কি?

CPA Marketing কি?

অনলাইন জগতে সিপিএ মার্কেটিং এর নাম নিশ্চই আপনিও শুনে থাকবেন। ডিজিটাল মার্কেটিং এর একটি কার্যকরী প্রক্রিয়া হচ্ছে CPA Marketing, ঘরে বসেই আপনি সিপিএ মার্কেটিং দ্বারা আয় করতে পারবেন। 

CPA Marketing



সিপিএ মার্কেটিং কে অনেকে এফিলিয়েট মার্কেটিং এর মত ভেবে থাকেন। কিন্তু বিষয়টি মোটেও তেমন নয়। CPA ও Affilite দুটো আলাদা বিষয়। তবে সিপিএ মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং এর একটি অংশ বা ভাগ বলা যেতে পারে।


ইন্টারনেট এর মাধ্যমে অনলাইন মার্কেটিং করার প্রক্রিয়াগুলোর মধ্যে একটি হচ্ছে CPA Marketing, এটি অনলাইন মার্কেটিং এর একটি কৌশল।


যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন, সেক্ষেত্রে সিপিএ মার্কেটিং করে আয় করাটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে দাঁড়াবে।


বর্তমানে অধিকাংশ মানুষ CPA Marketing করে বিপুল অর্থ আয় করছে। তবে যদি আপনিও চাইছেন সিপিএ মার্কেটিং শুরু করার, তাহলে আমার পরামর্শ আপনি শুরু করে দিন।


আজকের আর্টিকেলে আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানবো। তবে বিস্তারিত জানার আগে প্রথমে জেনে নিতে হবে সিপিএ মার্কেটিং মূলত কি?


CPA Marketing কি?


CPA Marketing কি?


CPA মানে হলো "Cost Per Action" অর্থাৎ একটি নির্ধারিত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারলেই তার বিনিময়ে কমিশন দেওয়া হবে। এখন সেটি যেকোনো টাস্ক হতে পারে।


এই প্রক্রিয়াতে একটি কোম্পানি তার Business এর কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিসকে প্রচার করার জন্য যেকোনো 'Publishers' বা 'Advertisers' এর সাহায্য নেই।


একটি কোম্পানি যেকোনো কিছু প্রচার এর অফার দিতে পারে আপনাকে, সেটি হতে পারে কোনো অ্যাপ ডাউনলোড, কোনো অ্যাপ সাইন আপ করা, কোনো ওয়েবসাইট ভিসিট, ফ্রম ফিল আপ, ইমেইল সাবমিশন, সার্ভে ইত্যাদি।


CPA Marketing কি?


আপনাকে একজন Publisher হিসেবে, কোম্পানির দেওয়ার এসব কাজগুলো যেকোনো সোর্স এর মাধ্যমে করে দিতে হবে। আর এর জন্য সবচেয়ে সেরা মাধ্যম ব্লগ বা ওয়েবসাইট।


কিন্তু এটি এফিলিয়েট মার্কেটিং থেকে সম্পুর্ণ ভিন্ন। এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে তখনই কমিশন দেওয়া হবে যখন আপনি সেই প্রডাক্ট বিক্রি করতে পারবেন।


আর সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র প্রচার করার বিনিময়ে কমিশন দেওয়া হবে, পণ্য বিক্রি হোক কিংবা না হোক। তবে CPA Marketing হলো Affiliate marketing এর একটি ভাগ।


যারা নতুন তাদের সিপিএ মার্কেটিং এর উদাহরণ না দিলে ভালোভাবে বুঝতে পারবে না। তাই চলুন CPA প্রক্রিয়ার একটি উদাহরণ সম্পর্কে জানা যাক।


ধরুন, প্লে স্টোরে নতুন একটি অ্যাপ এসেছে। যেকোনো একটি কোম্পানি সে অ্যাপটি বানিয়েছে। এখন শুরুতে কিন্তু সে অ্যাপটির কোনো ডাউনলোড বা রিভিউ কিছু থাকবে না।


শুরুতে কোম্পানির প্রয়োজন হবে অ্যাপটির ডাউনলোড এবং রিভিউ/রেটিং বাড়ানো। যার জন্য কোম্পানির দরকার হবে পাবলিশার। 


এক্ষেত্রে আপনি একজন সিপিএ মার্কেটার হিসেবে সে অ্যাপটির বিজ্ঞাপন আপনার যেকোনো সাইটে দেখতে পারেন বা প্রচার করতে পারেন। আর এই প্রচার er বিনিময়ে অ্যাপটির কোম্পানি থেকে আপনাকে কিছু কমিশন দেওয়া হবে। এটাই মূলত সিপিএ মার্কেটিংয়ের প্রক্রিয়া। এখানে লিড তৈরি করা হলো মূল উদ্দেশ্য।


CPA Marketing কিভাবে কাজ করে?


অনলাইনে অনেক ধরনের Advertisement Company আছে, যেখানে নানান কোম্পানিগুলো সংযুক্ত হয় তাদের কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস প্রচার এর জন্য।


এই প্রক্রিয়াতে কোম্পানিগুলো Advertisement Company কে বিজ্ঞাপন প্রচার বাবদ কিছু টাকা দিয়ে থাকে। এ ধরনের কোম্পানিগুলোকে সিপিএ নেটওর্য়াক বলা হয়।


যদি আপনার কোনো প্লাটফর্ম থাকে যেমন; ব্লগ, ওয়েবসাইট ইত্যাদি, তাহলে আপনি এইধরনের CPA Network গুলোতে একজন Publisher হিসেবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।


এখন আপনি সেখানে বিভিন্ন ছোট বড় কাজের টাস্ক পেয়ে যাবেন। যেগুলো আপনার সেই প্লাটফর্মে আসা ট্রাফিক দ্বারা সঠিকভাবে করিয়ে নিতে পারলেই আপনি তার বিনিময়ে কমিশন পেয়ে যাবেন।


এখন নিশ্চই বুঝলেন যে সিপিএ মূলত কিভাবে কাজ করে থাকে, আর এটি অনলাইন আয়ের অনেক সহজ একটি প্রক্রিয়া।


CPA Marketing করে কিভাবে আয় করবেন?


বর্তমানে অসংখ্য ব্লগার ও ইউটিউবাররা ঘরে বসে থেকে সিপিএ মার্কেটিং করে বিপুল অর্থ আয় করছে। 


তাহলে বুঝতে হবে, সিপিএ মার্কেটিং অনেক লাভজনক একটি পেশা। আর এর পিছনে কারণ হচ্ছে এখানে কোনো পণ্য বিক্রি করার ঝামেলা নেই। আপনার প্রচার করা বিজ্ঞাপন থেকেই লোকেরা কাজটি করে নেই, আর আপনার ইনকাম হয়।


এখানে প্রত্যেকটি লিড কনভার্সন করে $০.১০ থেকে $১০ পর্যন্ত আয় করতে পারবেন, তবে অনেক ক্ষেত্রে এর থেকে অনেক বেশি আয় করার সুযোগ থাকে, যার জন্য কিছু সীমাবদ্ধতা থাকে।


তবে এক্ষেত্রে একটি প্রশ্ন হচ্ছে -


সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে?


এমনিতে CPA মার্কেটিং Affiliate মার্কেটিং এর মতই, যার কারণে এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে যা প্রয়োজন সেটি CPA Marketing এর ক্ষেত্রেও প্রয়োজন।


1.একটি ব্লগ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশন প্রয়োজন।


2.সকল কিছুর মুলে ট্রাফিক, ট্রাফিক না আসলে আপনার কাজ করবে কে? তাই সাইটে অবশ্যই ভিজিটর থাকা লাগবে।


3.কোনো ভালো বিশ্বস্ত CPA Network এর সাথে সংযুক্ত থাকা লাগবে।


4.CPA Network থেকে নেওয়া কাজ আপনার সাইটের ভিজিটরদের দিয়ে করতে তাদের আগ্রহী করে তুলুন।


এখন আর কি, কাজ সম্পন্ন করার বিনিময়ে কমিশন আয় করুন। CPA Marketing এর জন্য এতটুকুই প্রয়োজন।


CPA করে কত টাকা আয় করা সম্ভব?


দৈনিক শুধুমাত্র ৪-৫ ঘণ্টা সময় দিয়ে আপনি এখান থেকে ৮ হাজার - ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।


ইনকাম মূলত আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি যত বেশি কাজের টাস্ক পূরণ করবেন তত বেশি ইনকাম হবে আপনার। তবে সময়ের সাথে সাথে আপনার ইনকাম এর পরিমাণ বাড়তে থাকবে।


CPA Marketing শিখবেন কিভাবে?


আপনি চাইলে অনেকভাবে CPA Marketing শিখতে পারবেন। তবে একটি বিষয় হচ্ছে, যেভাবেই শিখেন না কেনো আপনার বিষয়টি বুঝতে হবে। তবে CPA  marketing শিখার কয়েকটি উপায় নিচে বলে দিচ্ছি;


অনলাইনের মাধ্যমে কোর্স করা


বর্তমানে অনলাইনে সব রকমের কোর্স গুলো পাওয়া যায়, যার ফলে সহজেই অনলাইনের মাধ্যমে যেকোনো কোর্স করা যায়। আপনি চাইলে সিপিএ মার্কেটিং এর কোর্স ইউডেমি, স্কিলশেয়ার এর প্রতিষ্টান থেকে অল্প টাকার বিনিময়ে শিখতে পারেন।


কোর্স গুলো যেহেতু ইংরেজিতে, তাই এগুলো করতে হলে আপনাকে ইংরেজি জানতে হবে।


গুগল/ ইউটিউব থেকে শিখা


গুগলে এমন অনেক সাইট রয়েছে যেখানে সিপিএ শিখা নিয়ে বিস্তারিত বলা আছে। আপনি চাইলে রিসার্চ করে সে সাইটগুলো থেকে সিপিএ মার্কেটিং শিখতে পারেন।


অন্যদিকে ইউটিউবে বর্তমানে অসংখ্য কনটেন্ট ক্রয়েটর আছে যারা ফ্রীতে নানা ধরনের কোর্স তাদের চ্যানেলে আপলোড করে থাকে, আপনি চাইলে সেখান থেকেও শিখে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছু সময় অবশ্যই ব্যয় করতে হবে।


ট্রেনিং সেন্টার থেকে শিখা


আমাদের আসে পাশে অনেক ট্রেনিং সেন্টার থাকে, যেখানে সিপিএ মার্কেটিং শিখানো হয় থেকে হতে কলমে। আপনি সেসব প্রতিষ্ঠানের সাহায্যে CPA শিখতে পারবেন। 


কিন্তু এক্ষেত্রে আপনাকে প্রথমে জন্যে হবে ট্রেনিং সেন্টারটি তে কিভাবে শিখানো হয়। তানাহলে আপনার পুরো টাকাটা জলে যাবে।


আর বিভিন্ন ধরনের টপিক নিয়ে আর্টিকেলটি পড়তে চাইলে নিচের লিংকগুলো থেকে পড়ে নিতে পারেন, 


আমাদের শেষ কথা


বন্ধুরা আজকের আর্টিকেল পড়ে আমরা CPA Marketing কি এবং কিভাবে এটির মাধ্যমে ঘরে বসে থেকেই আয় করা যায় সে বিষয়ে জানতে পারলাম।


যদি আপনি অনলাইন থেকে আয় করতে আগ্রহী হয়ে থাকেন, এবং আপনার তেমন কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আপনি CPA শুরু করতে পারেন। শুরুতে আপনার ইনকাম যদিও কম হয়, কিন্তু পরবর্তীতে আপনার কাজ বৃদ্ধি পাওয়ার সাথে একবার আয় বাড়তে থাকবে।


আর এখানে কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা নেই। তাই নির্দ্বিধায় কাজ করতে পারবেন।


আর্টিকেলটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। কোনো মতামত কিংবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, আমরা সবসময় চেষ্টা করবো আপনার সাহায্য করার।


Post a Comment (0)
Previous Post Next Post